কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলী ২০২২

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে  ১১/১১/২০২২ বিকালে। ফলাফল অনলাইনে প্রকাশ হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১২/১১/২০২২ ইং তারিখ শনিবার হতে পর্যায়ক্রমে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ঢাকা /চট্টগ্রাম / রাজশাহী /খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এ জন্য পৃথক কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।

Read Also: 

CBHC Exam Information:

  • Centers: To be held in Dhaka, Chittagong, Rajshahi, and Khulna divisions.
  • Exam Pattern: Written Exam in MCQ format.
  • Exam Date: FRIDAY, 11 NOVEMBER 2022 
  • Exam time: 10.00 AM TO 11.00 AM
  • Total Marks: 80 MCQs
  • Admit Card:  cbhc.teletalk.com.bd

 

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদের জন্য পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলী:

  • 1. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে আনতে হবে।
  • 2. সকাল ০৯.৩০ মিনিটে পরীক্ষার্থীগণ নির্ধারিত পরীক্ষা হলে নিজ নিজ কক্ষে প্রবেশ করবেন। তবে সকাল ১০.০০ ঘটিকার পর কোন পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশের অনুমতি দেয়া হবে না ।
  • 3. উত্তরপত্রে বৃত্ত ভরাট ও লিখার সময় কালো কালির বল-পয়েন্ট কলম ব্যবহার করতে হবে এবং সংশ্লিষ্ট বৃত্তগুলো পুরো ভরাট করতে হবে।
  • 4. পরীক্ষায় কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষার কক্ষে বই পুস্তক, ব্যাগ,হাত ঘড়ি, মোবাইল ফোন বা কোন প্রকার যোগাযোগ যন্ত্র/ইলেকট্রনিক্স ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার কক্ষে মহিলা প্রার্থীরগণের কান খোলা রাখতে হবে।
  • 5. পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে অথবা নিয়ম শৃঙ্খলার পরিপন্থী কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকলে সংশ্লিষ্ট প্রার্থীর উত্তরপত্র বাতিল করা হবে।
  • 6. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা পরীক্ষা অনুষ্ঠানের দিন অর্থাৎ ১১/১১/২০২২ ইং তারিখ অপরাহ্নে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ঢাকা /চট্টগ্রাম / রাজশাহী/খুলনা কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রদর্শনের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর এর ওয়েব সাইট www.dghs.gov.bd এবং কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর ওয়েব সাইট www.cummunityclinic.gov.bd এ প্রকাশ করা হবে।
  • 7. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১২/১১/২০২২ ইং তারিখ শনিবার হতে পর্যায়ক্রমে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ঢাকা /চট্টগ্রাম / রাজশাহী /খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এ জন্য পৃথক কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। মৌখিক পরীক্ষার তারিখ ও সময় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ঢাকা / চট্রগ্রাম / রাজশাহী /খুলনা কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
  • ৪. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের – কে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালীন সময় আবেদনের প্রিন্ট কপি ও সকল সনদের মূলকপি সঙ্গে আনতে হবে । আবেদনপত্রসহ সকল সনদের একসেট ফটোকপি সঙ্গে আনতে হবে এবং সকল সনদের একসেট ফটোকপি মৌখিক পরীক্ষা কমিটির নিকট জমা দিতে হবে।
  • 9. নতুন ও পুরাতন ওয়ার্ড নম্বর উল্লেখপূর্বক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মূল নাগরিকত্বের সনদ সঙ্গে আনতে হবে।
  • 10. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিজ নিজ দায়িত্বে অবস্থান করতে হবে।
  • 11. সকল পরীক্ষার্থীদের – কে Mask পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি বজায় রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলী ২০২২

আরও পড়ুন:

(ডাঃ মাসুদ রেজা কবীর)
লাইন ডাইরেক্টর
কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি)
স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
সভাপতি, ১১-২০ গ্রেড পর্যন্ত জনবল নিয়োগ/বাছাই কমিটি।

 

©২০২২ কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি), লাইন ডাইরেক্টরের কার্যালয়। সকল সত্ত্ব সংরক্ষিত।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

dgfp admit card 2022 - District Family Planning Admit Card and Exam Date

পরিবার পরিকল্পনা অধিদপ্তর জেলা ভিত্তিক শূন্য পদের তালিকা ২০২৪

২০২৩ সনের ছাড়পত্রের আলোকে জেলা পর্যায়ে নিয়োগযোগ্য ০৮ (আট) ক্যাটাগরির ১১-২০তম গ্রেডের (পূর্বতন ৩য় ও …