কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ১১/১১/২০২২ বিকালে। ফলাফল অনলাইনে প্রকাশ হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১২/১১/২০২২ ইং তারিখ শনিবার হতে পর্যায়ক্রমে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ঢাকা /চট্টগ্রাম / রাজশাহী /খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এ জন্য পৃথক কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।
Read Also:
- CHCP – সিএইচসিপি ভাইভা পরীক্ষার পরামর্শ ও প্রস্তুতি
- Community Clinic CHCP Results 2022
- cbhc admit card 2022 – cbhc.teletalk.com.bd
- Community Clinic CHCP Results 2022
CBHC Exam Information:
- Centers: To be held in Dhaka, Chittagong, Rajshahi, and Khulna divisions.
- Exam Pattern: Written Exam in MCQ format.
- Exam Date: FRIDAY, 11 NOVEMBER 2022
- Exam time: 10.00 AM TO 11.00 AM
- Total Marks: 80 MCQs
- Admit Card: cbhc.teletalk.com.bd
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদের জন্য পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলী:
- 1. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে আনতে হবে।
- 2. সকাল ০৯.৩০ মিনিটে পরীক্ষার্থীগণ নির্ধারিত পরীক্ষা হলে নিজ নিজ কক্ষে প্রবেশ করবেন। তবে সকাল ১০.০০ ঘটিকার পর কোন পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশের অনুমতি দেয়া হবে না ।
- 3. উত্তরপত্রে বৃত্ত ভরাট ও লিখার সময় কালো কালির বল-পয়েন্ট কলম ব্যবহার করতে হবে এবং সংশ্লিষ্ট বৃত্তগুলো পুরো ভরাট করতে হবে।
- 4. পরীক্ষায় কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষার কক্ষে বই পুস্তক, ব্যাগ,হাত ঘড়ি, মোবাইল ফোন বা কোন প্রকার যোগাযোগ যন্ত্র/ইলেকট্রনিক্স ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার কক্ষে মহিলা প্রার্থীরগণের কান খোলা রাখতে হবে।
- 5. পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে অথবা নিয়ম শৃঙ্খলার পরিপন্থী কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকলে সংশ্লিষ্ট প্রার্থীর উত্তরপত্র বাতিল করা হবে।
- 6. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা পরীক্ষা অনুষ্ঠানের দিন অর্থাৎ ১১/১১/২০২২ ইং তারিখ অপরাহ্নে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ঢাকা /চট্টগ্রাম / রাজশাহী/খুলনা কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রদর্শনের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর এর ওয়েব সাইট www.dghs.gov.bd এবং কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর ওয়েব সাইট www.cummunityclinic.gov.bd এ প্রকাশ করা হবে।
- 7. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১২/১১/২০২২ ইং তারিখ শনিবার হতে পর্যায়ক্রমে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ঢাকা /চট্টগ্রাম / রাজশাহী /খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এ জন্য পৃথক কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। মৌখিক পরীক্ষার তারিখ ও সময় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ঢাকা / চট্রগ্রাম / রাজশাহী /খুলনা কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
- ৪. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের – কে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালীন সময় আবেদনের প্রিন্ট কপি ও সকল সনদের মূলকপি সঙ্গে আনতে হবে । আবেদনপত্রসহ সকল সনদের একসেট ফটোকপি সঙ্গে আনতে হবে এবং সকল সনদের একসেট ফটোকপি মৌখিক পরীক্ষা কমিটির নিকট জমা দিতে হবে।
- 9. নতুন ও পুরাতন ওয়ার্ড নম্বর উল্লেখপূর্বক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মূল নাগরিকত্বের সনদ সঙ্গে আনতে হবে।
- 10. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিজ নিজ দায়িত্বে অবস্থান করতে হবে।
- 11. সকল পরীক্ষার্থীদের – কে Mask পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি বজায় রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলী ২০২২
আরও পড়ুন:
- All District Family Planning Admit Card and Exam Date
- Family planning question solution 2022 – pdf download now
- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভাইভা অভিজ্ঞতা ২০২২
(ডাঃ মাসুদ রেজা কবীর)
লাইন ডাইরেক্টর
কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি)
স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
সভাপতি, ১১-২০ গ্রেড পর্যন্ত জনবল নিয়োগ/বাছাই কমিটি।
©২০২২ কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি), লাইন ডাইরেক্টরের কার্যালয়। সকল সত্ত্ব সংরক্ষিত।