কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কাজ কি?

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কাজ কি? ভাইভায় ১টি কমন প্রশ্ন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের কাজ কি? স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা ও পুষ্টিসেবা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে কাজ করবে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকা কর্মসূচি, প্রাথমিক স্বাস্থ্যসেবা, জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম বাড়ানোসহ প্রায় সব ধরনের স্বাস্থ্যগত সেবা পাওয়া যায় কমিউনিটি ক্লিনিকগুলোতে। আর এর মূল দায়িত্বে থাকবেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার।

 

আরও পড়ুন:

 

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কাজ কি?

প্রকল্পটি নতুন করে চালু হওয়ায় অনেকেই আবেদন করেলেও জানেন না কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের কাজটা কেমন? রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশের (কমিউনিটি ক্লিনিক প্রকল্প) প্রকল্প পরিচালক ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাখদুমা নার্গিস জানান, স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা ও পুষ্টিসেবা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে কাজ করবে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা।

প্রকল্প প্রস্তাবে তাঁদের দায়িত্ব হিসেবে সরকারের প্রায় ২২ ধরনের সেবা কার্যক্রম নিয়ে কাজ করবেন তাঁরা। মাখদুমা নার্গিস জানান, মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকা কর্মসূচি, প্রাথমিক স্বাস্থ্যসেবা, জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম বাড়ানোসহ প্রায় সব ধরনের স্বাস্থ্যগত সেবা পাওয়া যাবে কমিউনিটি ক্লিনিকগুলোতে। আর এর মূল দায়িত্বে থাকবেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথকেয়ার (সিবিএইচসি) প্রকল্পে কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার (সিএইচসিপি) পদে ৭৯৮ জনকে নিয়োগ দেওয়া হবে। কমিউনিটি ক্লিনিকের আওতাভুক্ত প্রান্তিক জনগণের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সচেতনতা, প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার কাজ করে থাকে একজন প্রোভাইডার। নিয়োগ দেওয়ার পর প্রশিক্ষণ দিয়ে একজন কর্মীকে কাজের উপযোগী করে গড়ে তোলা হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

dgfp admit card 2022 - District Family Planning Admit Card and Exam Date

পরিবার পরিকল্পনা অধিদপ্তর জেলা ভিত্তিক শূন্য পদের তালিকা ২০২৪

২০২৩ সনের ছাড়পত্রের আলোকে জেলা পর্যায়ে নিয়োগযোগ্য ০৮ (আট) ক্যাটাগরির ১১-২০তম গ্রেডের (পূর্বতন ৩য় ও …