জেলা ভিত্তিক পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষার দিক নির্দেশনা ও পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২২। যে সকল ভাইয়া/আপুরা জেলা ভিত্তিক পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভিন্ন পদে আবেদন করেছেন। যেমন: পরিবার পরিকল্পনা সহকারী (Fpa), পরিবার কল্যাণ সহকারী( fwa), পরিবার পরিকল্পনা পরিদর্শক (fpi) এবং আয়া পদে।
তারা নিজ নিজ জেলার ওয়েবসাইটে নজর রাখুন অথবা আবেদন করার সময় যে মোবাইল নম্বর টি ব্যবহার করেছেন। সেটা চালু রাখুন। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ সংক্রান্ত মেসেজ পাবেন।
পরিবার পরিকল্পনা যে যে পদের জন্য পড়বেন:
- ১. পরিবার পরিকল্পনা পরিদর্শক।
- ২. পরিবার কল্যাণ সহকারী।
- ৩. আয়া।
- ৪. পরিবার পরিকল্পনা সহকারী
লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বরের MCQ নয়। যে সকল অধ্যায় থেকে লিখিত পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে তা আলোচনা করছি।
জেলা ভিত্তিক পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষার বাংলা সাজেশন – ২০ নম্বর
- সন্ধি-বিচ্ছেদ
- বাগধারা
- এক কথায় প্রকাশ
- শুদ্ধিকরণ
- কারক ও বিভক্তি
- সমাস
- বিপরীত শব্দ
- সমার্থক শব্দ
- বানান শুদ্ধিকরণ
- ভাবসম্প্রসারণ।
- বঙ্গানুবাদ
জেলা ভিত্তিক পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষার ইংরেজি সাজেশন – ২০ নম্বর
- Translation
- Preposition
- Article
- Gender
- Right From of Verb
- Correction
- idioms and Phrase
- Voice
- paragraph
জেলা ভিত্তিক পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষার গণিত সাজেশন – ১৫ নম্বর
- ৫ম শ্রেনি থেকে ৮ম শ্রেনি সাধারণ গণিত বই থেকে।
- শতকরা
- লাভ-ক্ষতি
- সুদাসল
- পিতা-পুত্র
- ঐকিক নিয়য়
- উৎপাদক
- মান নির্নয়
- জ্যামিতিক সংজ্ঞাসমূহ
জেলা ভিত্তিক পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান ও বিজ্ঞান সাজেশন – ১৫ নম্বর
- নিজ জেলা সর্ম্পকিত
- বাংলাদেশের বিভিন্ন সমীক্ষা
- বিভিন্ন পুরস্কার
- মুক্তিযুদ্ধ
- বঙ্গবন্ধু
- Covid-19
- বিখ্যাত গ্রন্থ/ উপন্যাস
- খেলাধুলা
- বিখ্যাত ব্যক্তি, সরকার, রাজধানী, মুদ্রা ইত্যাদি।
- ইতিহাস
- সাম্প্রতিক বিষয়াবলি
- বিজ্ঞান
- চিকিৎসা বিজ্ঞান ও মানবদেহ।
- রোগ ও ভিটামিন
- পরিবার পরিকল্পনার সর্ম্পকিত।
সহায়ক বই: অথবা আপনার কাছে যে বই আছে সেই বইয়ের উপরের অধ্যায়গুলো লিখিত আকারে পড়া যেতে পারে।