জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়,গাইবান্ধা, নিয়োগ পরীক্ষা -২০২১, পদের নামঃ পরিবার কল্যাণ সহকারী (Fwa), তারিখঃ ২৮/১০/২২। সময়ঃ ৯০ মিনিট।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, গাইবান্ধা
নিয়োগ (লিখিত) পরীক্ষাঃ ২০২১
পদের নামঃ পরিবার কল্যাণ সহকারী
গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরীক্ষার প্রশ্ন ২০২২
গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২
আরও পড়ুন:
-
All District Family Planning Admit Card and Exam Date
-
Family planning question solution 2022 – pdf download now
০১। সন্ধি বিচ্ছেদ করুনঃ (ক) মহাশয় (খ) সূর্যোদয় (গ) স্বপ্ন (ঘ) লবণ (ঙ) মহৌষধ।
০২। বিপরীত শব্দ লিখুনঃ (ক) মাংস (খ) ডর্মা (গ) শূন্য (ঘ) ঢাকা (ঙ) পটু।
০৩) বাক্য গঠন করুনঃ (ক) ঝাঁকের কৈ (খ) মাছের মায়ের পুত্র শোক (গ) ইঁদুর কপালে (ঘ) তামার
বিষ (ও) ব্যাঙের আধুলি ।
সংক্ষেপে উত্তর দিন
(ক) বাংলা সাহিত্যে ভোরের পাখি কে?
(খ) বাংলা গদ্যের জনক কে?
(গ) ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসটি কার লেখা?
(ঘ) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যগ্রন্থের রচয়িতা নে
(৫) ‘বেতাল পঞ্চবিংশতী’ গ্রন্থটি কার লেখা?
od Fill in the Blanks:
(a) He was equal. the task.
(b) I prefer tea… coffee.
(c) He learned the poem…. heart.
(d) The man was run…. a car
(e) He has given…smoking.
ol Make sentence with the following:
(a) A lot of (b) Bag and baggage (c) By dint of (d) In a body (e) Out and out
01 Write the opposite word: (a) Right (b) Far (c) Up (d) Strong (e) Courageous
০৮। একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা ১০০০ টাকায় কিনে ১২০০ টাকায় বিক্রয় করলেন। তার
কত লাভ হলো?
০৯। পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪
মিটার হয়, তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত?
১০। উৎপাদকে বিশ্লেষণ করুনঃ x2 +5x+6
১১। সংক্ষেপে উত্তর দিন
(ক) ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে?
(খ) WHO এর পূর্ণরূপ লিখুন।
(গ) বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?
(ঘ) মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
(৩) বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
(চ) এসডিজি’র Goal কয়টি?
(ছ) মালয়েশিয়ার মুদ্রার নাম কি?
(জ) বিশ্ব জনসংখ্যা দিবস কৰে?
(ক) বিশ্বকাপ ফুটবল-২০২২ কোথায় অনুষ্ঠিত হবে?
(d) কোন দেশকে হাজার দ্বীপের দেশ বলা হয়?