সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২২

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, সিরাজগঞ্জ নিয়োগ পরীক্ষা- 2022। সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২২।

 

পদের নামঃ পরিবার পরিকল্পনা সহকারী
পূর্ণমান – ৭০
সময়- ১ ঘণ্টা ৩০ মিনিট

সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২২

 

 

 

সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরীক্ষা প্রশ্ন ২০২২

 

আরও পড়ুন:

 

ব্যাস বাক্যসহ সমাস লিখুন-
উপকণ্ঠ, আমরা, অন্যত্র, বাগদত্তা
সন্ধি বিচ্ছেদ করুন-
অভ্যুত্থান, যজ্ঞ, অহংকার, ধনুষ্টঙ্কার
৩। বানানগুলি শুষ্ক করে লিখুন-
সন্নাসি, অন্তসত্তা, কল্পানীয়েশু, শিরঃচ্ছেদ

এক কথায় প্রকাশ করুন-
অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে, বিনা যত্নে উৎপন্ন, যা উচ্চারণ করতে কষ্ট, যে নারীর হিংসা নেই
ক) চর্যাপদ কোন ছন্দে লেখা? খ) বাংলা স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
গ) কবি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?

English – 20
6. Translate the following sentences into English-

বাংলা- ২০
তুমি কি কখনো ঢাকা গিয়েছো?
ধূমপান ক্ষতিকর ও ব্যয়বহুল।
বারোটা বাজতে আট মিনিট বাকি আছে।
একটি পদে অনেক লোক আবেদন করল।
7. Fill in the gaps with appropriate preposition/article-
Please do not write this line.
I fell
God is good
Latif bought
Mr. Charles is
8. Write down the plural form of the word ‘diagnosis’; ‘crisis’
9. What is the synonym of ‘cordial’; or ‘exhibit’
10. What is the past participle form of the following verbs- ‘Lay’; ‘Hang’.
11. Write a paragraph on “Liberation war in Bangladesh”

গণিত – ২০
১২। দুইট সংখ্যার অনুপাত ৭:৫। তাদের ল.সা.গু. ১৪০ হলে সংখ্যা দুইটির গ.সা.গু. কত?
১৩। একটি লম্বা দন্ডের ২/৫ অংশ নীল, ১/৪ অংশ হলুদ ও ১/৩ অংশ লাল রংয়ে আবৃত। অবশিষ্ট অংশ ২ ফুট হলে দন্ডটির
দৈর্ঘ্য কত?
১৪। প্রতিবছর সিরাজগঞ্জ জেলায় হাজারে ১৮ জন জন্মগ্রহণ করে এবং হাজারে ৫ জন মানুষ মৃত্যুবরণ করে। এক বছরে
সিরাজগঞ্জ জেলায় ৫২,০০০ জন লোক বাড়লে মোট জনসংখ্যা কত?
2225
২০। পূর্ণরূপ লিখুনঃ BDHS, ICDDRB, UNHCR, NIPORT

১৫। মান নির্ণয় কর: x – y = 5 এবং xy= 36 হলে x + y এর মান কত?
১৬। 3a + b = 9 এবং 5a – b = 7 হলে a ও b এর মান কত?
১৭। একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৭৫ ফুট এবং উচ্চতা ৪৪ ফুট। প্রতি বর্গফুট ২৩.৫০ টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচ
হবে?
১৮। ক) বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয়? খ) ১ মিটারে কত ইঞ্চি?
সাধারণ জ্ঞান ১০
১৯। ক) জাতীয় স্বাস্থ্য নীতিমালা কোন সালে প্রণয়ন করা হয়েছে? খ) বঙ্গবন্ধু স্যাটেলাইল -১ কখন উৎক্ষেপণ করা হয়?.
গ) এবছর মহিলা সাফ জয়ী দলের অধিনায়কের নাম কি? ঘ) দোনবাস অঞ্চলটি কোন দুইটি এলাকা নিয়ে গঠিত?
ঙ) সিত্ৰাং কি? চ) মহান মুক্তিযুদ্ধে সিরাজগঞ্জ কত নম্বর সেক্টরের অধীন ছিল?

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

dgfp admit card 2022 - District Family Planning Admit Card and Exam Date

পরিবার পরিকল্পনা অধিদপ্তর জেলা ভিত্তিক শূন্য পদের তালিকা ২০২৪

২০২৩ সনের ছাড়পত্রের আলোকে জেলা পর্যায়ে নিয়োগযোগ্য ০৮ (আট) ক্যাটাগরির ১১-২০তম গ্রেডের (পূর্বতন ৩য় ও …