বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৯ম গ্রেডের লিখিত পরীক্ষা। পদ: সহ-প্রত্নতাত্তিক প্রকৌশলী (সিভিল)। পরীক্ষার তারিখ-১৮.১০.২০২২।

সারমর্ম লিখুন:

বসুমতি, কেন তুমি এতই কৃপণা,

কত খোঁড়াখুঁড়ি করে পাই শস্যকণা।

দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস,

কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?
বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি?
শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী-
আমার গৌরব তাতে সামান্যই বাড়ে,
তোমার গৌরব তাহে একেবারে ছাড়ে।
পরিশ্রমে কিছু

সারমর্ম: মানবজীবনের গৌরব ও মর্যাদা অর্জিত হয় পরিশ্রমের মাধ্যমে। বিনা অর্জনের পরিশ্রমের মধ্যে কোনো আনন্দ নেই। তাতে মনুষ্যত্বের অবমাননাও হয়। বস্তুত করুণা বা দয়া নয়, পরিশ্রমের মাধ্যমে জীবনকে সার্থক ও গৌরবান্বিত করাই মানবজন্মের সার্থকতা।

বানান শুদ্ধ করুন:

I am speaking about politics-which decides the fate of a nation. People involved in politics must therefore be characterized by honesty, patriotism and sacrifice. Politicians should reflect in their
behaviour, the dream and aspiration of the people who vote them to power.

বঙ্গানুবাদ: আমি রাজনীতির কথা বলছি – যা একটা জাতির ভাগ্য নির্ধারণ করে। রাজনীতির সাথে
জড়িত ব্যক্তিদের অবশ্যই সততা, দেশপ্রেম এবং ত্যাগের বৈশিষ্ট্যসম্পন্ন হতে হবে।
রাজনীতিবিদদের আচরণে প্রতিফলিত হওয়া উচিত জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা যারা তাদের ভোট
দিয়ে ক্ষমতায় আনে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Narsingdi DC Office Question Solution 2024

Narsingdi Deputy Commissioner’s Office Recruitment Exam Question Solution 2024 Released. It is hereby informed for …