ইউনিয়ন সমাজকর্মী প্রবেশপত্র ডাউনলোড ২০২২ – admit.dss.gov.bd

ইউনিয়ন সমাজকর্মী প্রবেশপত্র – সমাজসেবা অধিদফতরের সমাজকর্মী (ইউনিয়ন) নিয়োগ পরীক্ষা, ২০২২। ইউনিয়ন সমাজকর্মী প্রবেশপত্র ডাউনলোড ২০২২ – admit.dss.gov.bd. সমাজসেবা অধিদফতের সমাজকর্মী (ইউনিয়ন) পদের পরীক্ষা আগামী ২১ অক্টোবর সকাল ১০:০০ – ১১:৩০ পর্যন্ত স্ব স্ব জেলা শহরে অনুষ্ঠিত হবে। এডমিট ১৬ অক্টোবর থেকে ডাউনলোড করা যাচ্ছে।

যাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড জানা আছে তারা এই লিংক হতে এডমিট ডাউনলোড করতে পারবেন। যাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড মনে নেই বা আবেদনে উল্লেখিত মোবাইল নাম্বারটি সচল নয় তারা এসএসসি রোল, বোর্ড ও পাসের সন ব্যবহার করে এই লিংক থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন:


ইউনিয়ন সমাজকর্মী প্রবেশপত্র ডাউনলোড ২০২২

DSS Admit Download By User Id/ Password:

https://ibb.co/HPjNBV3


DSS Admit Download By SSC Roll/ Board/ Year:

https://ibb.co/nkTcvFw


ইউনিয়ন সমাজকর্মী এডমিট কার্ড:

 

 

ইউনিয়ন সমাজকর্মী প্রবেশপত্র ডাউনলোড ২০২২ – admit.dss.gov.bd

https://ibb.co/xJT8S0c

 

ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষার্থীর জন্য সাধারন নির্দেশাবলী:

১। এমসিকিউ/ লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য এ প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোন প্রবেশপত্র প্রদান করা হবে না।

২। এমসিকিউ/ লিখিত পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে প্রার্থীকে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না। পরীক্ষা শুরুর ১৫ মিনিট অতিক্রান্ত হওয়ার পর কোন পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থী অবশ্যই তার নির্ধারিত আসনে বসবেন।

৩। প্রবেশপত্র ব্যতিরেকে কোন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে কোন বই,
উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটিব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়ি
জাতীয় বস্তু, ইলেকট্রনিক্স হাত ঘড়ি বা যে কোন ধরনের ইলেকট্রনিক্স/মেকানিক্যাল ডিভাইস বা এ জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোন পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাৎক্ষণিক বহিস্কারসহ সংশ্লিষ্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪। প্রবেশপত্রে প্রদর্শিত আবেদনকারীর স্বাক্ষরের সাথে পরীক্ষার হাজিরা সীটে প্রদত্ত স্বাক্ষরের মিল থাকতে হবে।

৫। পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

৬। পরীক্ষা কেন্দ্রের ভিতরে পরীক্ষার্থীর আসন কোন ভবনের কোন রুমে তার তালিকা টাঙ্গিয়ে দেওয়া হবে ।

৭। পরীক্ষার হলে যে ওএমআর ফরমটি দেওয়া হবে, সেখানে সেট কোডের ঘরে প্রশ্নে উল্লিখিত কোডটির বিপরীতে বৃত্ত ভরাট করতে হবে।

৮। পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ওয়েবলিংক http://admit.dss.gov.bd এ এবং পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে (www.dss.gov.bd) পাওয়া যাবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …