অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে হবে। অনার্স ১ম বর্ষ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রণীত সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী ২০২১ সালের অনার্স ১ম বর্ষ নিয়মিত, অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন পরীক্ষার প্রকাশিত কেন্দ্র তালিকা অনুযায়ী আগামী ১৭/১০/২০২২ তারিখ থেকে নিম্নলিখিত নির্দেশনা অনুসরণ করে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।
অনার্স ১ম বর্ষ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২
https://ibb.co/ZWJFJ4D
আরও পড়ুন: অনার্স প্রথম বর্ষের প্রবেশপত্র ২০২২
অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন ২০২২
https://ibb.co/Wn9d2Fw
https://ibb.co/XWxKnQ7
আরও পড়ুন: অনার্স ১ম বর্ষের সাজেশন ২০২২ – স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
অনার্স ১ম বর্ষ পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা:
১. কলেজ কর্তৃপক্ষ আসন বিন্যাসের জন্য এক কপি পরীক্ষার্থী বিবরণী ও কেন্দ্র ফি বাবদ আদায়কৃত পরীক্ষার্থী প্রতি ৪৫০/- টাকার মধ্যে ১৫০/- টাকা নিজ পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য রেখে পরীক্ষার্থী প্রতি ৩০০/- টাকা হারে মোট টাকা পরীক্ষা শুরুর ০৩ (তিন) দিন পূর্বে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পরীক্ষার্থীর বিবরণীসহ জমা দেবেন।
২. প্রতিটি পরীক্ষার জন্য পরীক্ষার্থীকে উপস্থিতিপত্রে স্বাক্ষর করতে হবে। পরীক্ষার্থীকে হাজিরাপত্রে মূল উত্তরপত্রের ক্রমিক নম্বর নির্ভুলভাবে লিখতে হবে। হাজিরাপত্রে উত্তরপত্রের ক্রমিক নম্বর ভুল লিখলে ঐ কোর্সে পরীক্ষার্থীকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে।
৩. পরীক্ষার হলে মূল প্রবেশপত্র এবং মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে নিতে হবে। মূল প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড দেখাতে ব্যর্থ হলে পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া যাবে না।
৪. সকল উত্তরপত্র পূর্বের নিয়মে বিষয় ও কোর্সওয়ারী একসাথে প্যাকেট করে প্রেরণ করতে হবে।
৫. উত্তরপত্রের প্যাকেটের কাপড়ের উপরের অংশে “অনার্স ১ম বর্ষ পরীক্ষা -২০২১” লিখতে হবে।