Breaking News

ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা কবে হবে

সমাজসেবা অধিদফতরের ১৬তম রোডভুক্ত ‘সমাজকর্মী (ইউনিয়ন)’ পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা গ্রহণ। উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সমাজসেবা অধিদফতরের জনবল নিয়োগের নিমিত্ত ১৬ গ্রেডভুক্ত সমাজকর্মী (ইউনিয়ন) পদে সর্বমোট ৬,৬২,২৭০ ( লক্ষ বা হাজার দুইশত সত্তর) জন চাকুরী প্রার্থীর MCQ পদ্ধতিতে OMR শীটে লিখিত পরীক্ষা ৬৪ জেলায় অভিন্ন প্রশ্নপত্রে একই দিনে একই সময়ে একযোগে গ্রহণের নির্মিত সিদ্ধান্ত হয়।

unnamed-3

আরও পড়ুন: সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা ২০২২

সমাজকর্মী (ইউনিয়ন) পদের লিখিত (এমসিকিউ) পরীক্ষা সামনে। এই পদে নিয়োগ পাবেন ৪৬৩ জন, আর চাকরিপ্রার্থী ছয় লাখ ৬২ হাজার ২৭০ জন। অর্থাৎ প্রতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন এক হাজার ৪৩০ জন।

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার ধরন, প্রশ্ন পদ্ধতি:

  • সমাজকর্মী (ইউনিয়ন) পদের লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে ওএমআর শিটে, মান ৭০।
  • প্রশ্ন হবে বাংলা (২০ নম্বর),
  • ইংরেজি (২০),
  • গণিত (১৫) ও
  • সাধারণ জ্ঞান (১৫) বিষয়ের ওপর।
  • প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে (ক্ষেত্রবিশেষে জেলা পর্যায়ে)।

ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার সজেশন:

ইউনিয়ন সমাজকর্মী বাংলা সাজেশন:

  • ধ্বনি ও বর্ণ, শব্দ, সন্ধিবিচ্ছেদ, এককথায় প্রকাশ, সমাস, বানান শুদ্ধ, বিরামচিহ্ন, প্রকৃতি, কারক।
    ইউনিয়ন সমাজকর্মী সাহিত্য সাজেশন:  যুগ, উক্তি, ছদ্মনাম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর।

ইউনিয়ন সমাজকর্মী ইংরেজি সাজেশন:

  • Parts of Speech, Voice change, Number, Synonyms-Antonyms, Narration, Phrase and Idioms, Correct Spelling.

ইউনিয়ন সমাজকর্মী গণিত সাজেশন:

  • মৌলিক সংখ্যা, গড়, অনুপাত, ঐকিক নিয়ম, লসাগু ও গসাগু,মান নির্ণয়, উৎপাদক, সূচক, ধারা, বৃত্ত, ক্ষেত্রফল ও কোণ।

ইউনিয়ন সমাজকর্মী সাধারণজ্ঞান সাজেশন:

  • মুক্তিযুদ্ধ, আদমশুমারি, পদ্মা সেতু, বঙ্গবন্ধু, মেট্রো রেল, সমাজসেবা অধিদপ্তর, জাতিসংঘ এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়াবলি।

যেসব প্রশ্ন দেখতে পারেন বিগত বছরগুলোতে (অন্তত সর্বশেষ সাত বছর) সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন। সমাজকর্মী (ইউনিয়ন) পদের সমপর্যায়ের গ্রেডের অন্যান্য সরকারি চাকরির বিগত বছরগুলোর প্রশ্ন। বিসিএস প্রিলিমিনারির বিগত কয়েক বছরের প্রশ্ন।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (bsti) এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস …