ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা ২০২৪ – dss.teletalk.com.bd

সমাজসেবা অধিদফতরের ১৬তম রোডভুক্ত ‘সমাজকর্মী (ইউনিয়ন)’ পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা গ্রহণ। উপযুক্ত বিষয় ও সুরের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সমাজসেবা অধিদফতরের জনবল নিয়োগের নিমিত্ত ১৬ গ্রেডভুক্ত সমাজকর্মী (ইউনিয়ন) পদে সর্বমোট ৬,৬২,২৭০ ( লক্ষ বা হাজার দুইশত সত্তর) জন চাকুরী প্রার্থীর MCQ পদ্ধতিতে OMR শীটে লিখিত পরীক্ষা ৬৪ জেলায় অভিন্ন প্রশ্নপত্রে একই দিনে একই সময়ে একযোগে গ্রহণের নির্মিত সিদ্ধান্ত হয়।

সমাজকর্মী পদের পরীক্ষা ২১ অক্টোবরে নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অধিদপ্তর

310274506-840280314070323-1905255716676242885-n-1

ছবি: দিনাজপুর জেলা অফিস থেকে নিউজটি সংগৃহীত এবং সোসাল মিডিয়া থেকে।

ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা ২০২২ – dss.teletalk.com.bd

300103853-3331069017115138-27549958027624639-n

আরও পড়ুনঃ

জনস্বার্থে উক্ত পরীক্ষা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনক্রমে সূরোস্থ স্মারকমূলে জেলা প্রশাসককে সভাপতি করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে (কপি সংযুক্ত)। উক্ত লিখিত পরীক্ষা ২১ অক্টোবর ২০২২ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার নির্ধারিত সময় ৯০ মিনিট।

বর্ণিতাবস্থায়, সমাজকর্মী (ইউনিয়ন) পদে নিয়োগের নিমিত্ত কমিটির সভাপতি হিসেবে পরীক্ষা সুসম্পন্নের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

অনুলিপি সদয় আতার্থে ও কার্যার্থে

  • ১. বিভাগীয় কমিশনার, ঢাকা/গ্রাম/খুলনা/রাজশাহী/সিলেট/বরিশাল/রংপুর/ময়মনসিংহ।
  • ২. ডঃ মোঃ রুবাইয়াত হোসেন মণ্ডল, অধ্যাপক ও পরিচালক, আইআইসিটি, বুয়েট, ঢাকা।
  • ৩. পরিচালক (প্রশাসন ও অর্থ), সমাজসেবা অধিদফতর, ঢাকা।
  • ৪. মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। মাননীয় মন্ত্রী মহোদয়ের সদয় অবগতির জন্য
  • ৫. প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সদয় অবগতির জন্য ।
  • ৬. সচিব মহোদয়ের একান্ত সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। সচিব মহোদয়ের সদয় অবগতির জন্য ।
  • ৭. পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, ঢাকা/চট্টগ্রাম/খুলনা/রাজশাহী/সিলেট/বরিশাল/রংপুর/ময়মনসিংহ।
  • ৮. উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, …………..জেলা প্রশাসকের সঙ্গে দ্রুত সমন্বয় করে সাচিবিক কার্যক্রম গ্রহণ ও কেন্দ্র সচিবের সম্মতিপত্রসহ প্রতিটি কেন্দ্রের কক্ষ ভিত্তিক আসন বিন্যাসের তালিকা ২২-০৮-২০২২ তারিখের মধ্যে জরুরীভিত্তিতে (পিডিএফ কপি এবং সফট কপি)ad.admin2@dss.gov.bd ই-মেইলে প্রেরণের নির্দেশ প্রদান করা হলো।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

DC Office Job Circular ডিসি অফিস

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল কিভাবে জানবেন? আপনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের ফলাফল …