অনার্স প্রফেশনাল ভর্তি ২০২২

যারা অনার্স ও ডিগ্রিতে আবেদন করেননি বা পড়তে অথবা প্রফেশনাল অনার্সে আগ্রহী তাদের জন্য। হাই প্রফেশনাল হওয়ার জন্য প্রয়োজনীয় প্রফেশনাল কোর্সগুলোর বিকল্প নেই। ক্যারিয়ার গঠন বা পেশাগতভাবে বিশ্বে এই বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে প্রফেশনাল অনার্স।

NU-Press-Release-Hons-Professional-Admission-19-09-2022-page-001

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তির লক্ষ্যে অনলাইনে প্রাথমিক আবেদন ২০ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১০ অক্টোবর ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১১ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ৩০ অক্টোবর ২০২২ তারিখ থেকে শুরু হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus / Important Notice অপশন থেকে জানা যাবে।

প্রফেশনাল অনার্স বৃত্তান্ত:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি মাধ্যম, সেমিস্টার ভিত্তিক, কর্মক্ষেত্র ভিত্তিক কিছু অনার্স কোর্সকেই প্রফেশনাল অনার্স বলা হয়। দেশের বেসরকারি কলেজ/ ইন্সটিটিউট এবং সরকারি টিচার্স ট্রেনিং (শুধু BEd) কলেজেই করানো হয়ে থাকে। এই কোর্স গুলো হলো:

আরও পড়ুনঃ

অনার্স প্রফেশনাল কোর্স তালিকা

  1. Bachelor of Business Administration (BBA)
  2. Bachelor of Education (BEd)
  3. Bachelor of Fine Arts (BFA)
  4. Apparel Manufacture and Technology (AMT)
  5. Fashion Design and Technology (FDT)
  6. Knitwear Manufacture and Technology (KMT)
  7. Computer Science and Engineering (CSE)
  8. Electronics and Communication Engineering (ECE)
  9. Tourism and Hospitality Management (THM)
  10. Theatre and Media Studies (TMS)
  11. BBA in Aviation Management
  12. BSc in Aeronautical and Aviation Science

 

308099555-1978362502375053-7294621290115564472-n

307990371-1978362539041716-3505215304649075390-n

308127192-1978362565708380-3888501245862505873-n

 

 

 

প্রাথমিক আবেদন সময়: সেপ্টেম্বর ২০ তারখ থেকে অক্টোবর ১০ তারিখ পর্যন্ত

 

 

কারা আবেদন করতে পারবেন:

১৯/২০/২১ সালে HSC পাশ করা সকল শিক্ষার্থী। মানবিক শাখার শিক্ষর্থীরা HSC/SSC তে 2.5 থাকলে এবং বিজ্ঞান ও ব্যাবসায় শাখার শিক্ষার্থীদের জন্য SSC তে 3.00 এবং HSC তে 2.50 থাকলেই আবেদন করতে পারবেন। কারা কোন বিষয় আবেদন করতে পারবেন তা অ্যাটাচ করা ছবি থেকে দেখে নিতে পারেন। অথবা আপনি আবেদন করার সময় যে বিষয় গুলো দেখতে পারবেন সেগুলোই সিলেক্ট করতে পারবেন।

 

308401385-1978362469041723-3529806138638029534-n

 

 

 

অনার্স প্রফেশনাল কোর্স-এর কিছু গুরুত্বপূর্ণ লিংক:

অনার্স প্রফেশনাল কোর্স-এর খরচ

প্রতিষ্ঠান/ কোর্স ভেদে আপনার এটা অনেক পরিবর্তিত হবে। পছন্দের প্রতিষ্ঠানে যোগাযোগ করে জেনে নিবেন, আর রেজাল্ট ভিত্তিতে ওয়েভার, স্কলারশিপ ও থাকে।

কিভাবে কলেজ সিলেক্ট করবেন তার জন্য কিছু টিপস/ ট্রিক্স:

  1. নিজে গিয়ে দেখে আসবেন লোকেশন, সিনিয়র দের সাথে কথা বলবেন পরিবেশ কেমন বোঝার চেষ্টা করবেন।
  2. প্রতিষ্ঠানে ব্যাচ প্রতি শিক্ষার্থী কত থাকে – ৩০ জন এর কম হলে ভুলেও যাবেননা ….তাহলে রেগুলার ক্লাস হবেনা।
  3. রেগুলার ক্লাস, প্র্যাকটিকাল, ল্যাব ফ্যাসিলিটি এবং ক্লাস কিরকম হয় সেটাও জেনে নিবেন। প্রফেশনাল এর পূর্ণ সুবিধা নিতে হলে এগুলো গুরুত্বপূর্ণ।
  4. পূর্ববর্তী ব্যাচগুলোর গড় রেজাল্ট কেমন (মনে রাখবেন আপনার ব্যাচমেটদের গড় রেজাল্টের আশেপাশেই আপনার রেজাল্ট হবার সম্ভাবনা বেশি), তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্ট্যান্ড করা শিক্ষার্থী আছে কিনা।
  5. শিক্ষক – শিক্ষিকারা কেমন? তারা পার্মানেন্ট কিনা নাকি পার্ট-টাইম?
  6. ক্যাম্পাসের অবস্থান, রাজনৈতিক পরিবেশ এসবও জেনে নিতে পারেন।
ধন্যবাদ সবাইকে, যেকোন প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম বর্ষ ভর্তি নির্দেশিকা

ডিগ্রি ১ম বর্ষ (২০২৩-২৪) শ্রেণীর ভর্তি নির্দেশিকা। ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম …