ডিগ্রি ১ম বর্ষ (২০২০-২১) পরীক্ষার ফরম পূরণের ওয়েবসাইট সার্ভারটি চালু করা হয়েছে। শুধুমাত্র ডিগ্রির রেজিষ্ট্রেশন নং ও সচল মোবাইল নং দিয়ে অনলাইনে পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন। ২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি। সময়সীমাঃ ১৪/০৯/২০২২ইং হতে ১১/১০/২০২২ইং (শিক্ষার্থী কর্তৃক)।
বিস্তারিত কলেজ নোটিশে জানতে পারবেন কারন প্রতিটি কলেজে ভিন্ন ভিন্ন পদ্ধতে টাকা পরিশোধ এবং কাগজপত্র জমা নেওয়া হয়।
এ কার্যক্রমে অংশগ্রহণ করবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিয়মিত ২০১৮-১৯, ২০১৭-১৮ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।
আরও পড়ুন: ডিগ্রি ১ম বর্ষ ফরম ফিলাপের বিজ্ঞপ্তি ডাউনলোড
ডিগ্রী পাস ১ম বর্ষের ফরম ফিলাপ পদ্ধতি ২০২২
২০২০-২১ সেশনের ডিগ্রী পাস ১ম বর্ষের ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপ অনলাইনে আবেদন কার্যক্রম প্রক্রিয়া শুরু হয়েছে। এবং প্রতিটি কলেজ ডিগ্রী পাস ১ম বর্ষের ফরম ফিলাপ পদ্ধতি নোটিশ আকারে প্রকাশ করেছে। আপনার উচিত আপনি যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজে খোঁজ নেওয়া। উল্লেখ্য, আপনি ইনকোর্স না দিয়ে থাকলে কলেজে খোঁজ নিন কারন ইনকোর্স পরীক্ষা ছাড়া ফরম ফিলাপ করতে পারবেন না।
১নং ধাপঃ ডিগ্রী পাস ১ম বর্ষের ফরম ফিলাপ লিংক
- আবেদন করতে: http://nubd.info/formfillup/# এই লিংক-এ ক্লিক করে প্রবেশ করুন। তারপরে নিচের ছবির মত করে লিংকে প্রবেশ করুন বা উপরে ক্লিক করুন।
২নং ধাপঃ ডিগ্রী পাস ১ম বর্ষের ফরম ফিলাপ
- ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ এই অপশনটির ডান পাশে Apply For student a ক্লিক করুন।
৩য় ধাপঃ ডিগ্রী পাস ১ম বর্ষের ফরম ফিলাপ
- Registration No অপশনে কলেজ থেকে দেয়া রেজিস্ট্রেশন নং দিয়ে নিচে Next a ক্লিক করুন। আপনার কাছে রেজিস্ট্রেশন কার্ড না থাকলে আপনার কলেজে যোগাযোগ করুন।
৪নং ধাপঃ ডিগ্রী পাস ১ম বর্ষের ফরম ফিলাপ
- student information এ আপনার সকল ডিটেলস্ ভালো করে দেখে নিবেন। আপনার নাম, আপনার পিতার নাম, কলেজ ঠিক আছে কিনা। এখানে আপনার ফোন নাম্বার টি সঠিকভাবে বসাতে হবে।
৫নং ধাপঃ ডিগ্রী পাস ১ম বর্ষের ফরম ফিলাপ
- নিচে মোবাইল নং অপশনে ক্লিক করে আপনার নিজের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। যদি ভুল হয় নিজ কলেজে যোগাযোগ করে বাতিল করে আবার করতে পারবেন। তবে সতর্ক থেকে পূরণ করবেন।
৬নং ধাপঃ ডিগ্রী পাস ১ম বর্ষের ফরম ফিলাপ
- মোবাইল নং এর নিচে সাবমিট অপশনে ক্লিক করে ফর্মটি সাবমিট করবেন। এখানে আপনি কোন কোন বিষয় পরীক্ষা দিতে হবে সে সকল বিষয় দেখাবে।
৭নং ধাপঃ ডিগ্রী পাস ১ম বর্ষের ফরম ফিলাপ
- ফর্মটি সাবমিট করার পর ফর্মের পিডি এফ সেভ করে নিবেন ও পরবর্তীতে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষন করে রাখবেন৷
৮নং ধাপঃ ডিগ্রী পাস ১ম বর্ষের ফরম ফিলাপ
- অতপর নিজ কলেজ নোটিশ অনুসরণ করে টাকা পেমেন্ট করে, ফর্ম ফিলাপ কাজ সম্পূর্ন করে নিবেন। আপনার কোন প্রশ্ন থাকলে করতে পারেন। আমি উদাহরণস্বরুপ একটি কলেজের বিজ্ঞপ্তি আপলোড দিলাম, যাতে আপনি ধারণা নিতে পারেন।
মোঃ সেলিম আহাম্মেদ
ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ
ডিগ্রী বি এস এস (২০২০-২০২১) সেশন