ডিগ্রি পরীক্ষার হল পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার হল পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
ডিগ্রি পরীক্ষার হল পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য
সোমবার ১২ সেপ্টেম্বর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরীক্ষা কেন্দ্রের বেশ কয়েকটি রুম ঘুরে দেখেন উপাচার্য। পরীক্ষার সার্বিক পরিস্থিতি ও সুষ্ঠু পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন উপাচার্য। এসময় উপাচার্য পরীক্ষা পরিদর্শক ও সংশ্লিষ্টদের পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুনঃ ডিগ্রি পাস ও সাটিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২
পরীক্ষা পরিদর্শনের সময় উপাচার্য এর সঙ্গে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামীসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হয়। ৭১১টি কেন্দ্রে ১৮৭৯ টি কলেজের প্রায় ২ লাখ পরীক্ষার্থী এতে অংশ নেয়।