মাস্টার্স প্রাইভেট ভর্তির যোগ্যতা

মাস্টার্স প্রাইভেট ভর্তির যোগ্যতা। ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) অনলাইন রেজিস্ট্রেশন আবেদন সম্পর্কিত নিয়মাবলী ও প্রয়ােজনীয় তথ্যাদি। রেজিস্ট্রেশন সংক্রান্ত এ বিজ্ঞপ্তির যে কোন নিয়মাবলী/ধারা/উপধারা সংশােধন, সংযােজন, বিয়ােজন, পরিবর্তন বা বাতিল করার অধিকার তা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

 

মাস্টার্স প্রাইভেট ভর্তির যোগ্যতা

  • ক) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় পাস ডিগ্রী প্রাপ্ত কোন শিক্ষার্থী ২০১৯ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রােগ্রামে আবেদন করতে পারবে না।
  • খ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১ম পর্ব মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট)/প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত এবং তৎসংশ্লিষ্ট তিন বছর মেয়াদী স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

 

  • গ) আবেদনের যোগ্যতা থাকা সাপেক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সংশ্লিষ্ট দপ্তর হতে অনুমতি গ্রহণ ও উত্তম আচরণের প্রত্যয়নপত্র দাখিল সাপেক্ষে কারাবন্দাগণও আবেদন করতে পারবে।
  • ঘ) বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রয়ােজনীয় যােগ্যতা থাকা সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে পারবে।
  • ঙ) প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর কোন তথ্য/ছবি অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

 

মাস্টার্স প্রাইভেট ভর্তির বিষয় নির্বাচন

ক) অনুমােদিত বিষয়সমূহ :

  • এম এ : বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, আরবী, ইসলামিক স্টাডিজ, সংস্কৃত, পালি,
  • এম এস এস : অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান,
  • এম বি এ : হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং।

 

সংশ্লিষ্ট কলেজে মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামে উল্লিখিত বিষয়সমূহে অধিভুক্তি থাকলে কেবলমাত্র ঐ সকল বিষয়ে প্রাইভেট রেজিস্ট্রেশন করা যাবে।

খ) বিষয় নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই স্নাতক (সম্মান)/মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত/প্রাইভেট) /প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) পর্যায়ে পঠিত বিষয় হতে হবে।

মাস্টার্স প্রাইভেট ভর্তির রেজিস্ট্রেশনের অন্যান্য শর্তাবলী

ক) মাস্টার্স (প্রাইভেট) প্রােগ্রামে রেজিস্ট্রেশনের আবেদন করার সময় কোন বিষয়/কলেজ নির্বাচন করার পর পরবর্তীতে উক্ত বিষয়/কলেজ পরিবর্তনের অনুমতি দেয়া হবে না;
খ) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামের বিষয়ভিত্তিক সিলেবাস ২০১৯ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রােগ্রামের জন্য প্রযােজ্য হবে।
গ) আবেদনকারী প্রার্থীকে রেজিস্ট্রেশন ও পরীক্ষা সংক্রান্ত সকল বিষয়ে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত মেনে নিতে হবে।
ঘ) মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে রেজিস্ট্রেশনের মেয়াদ হবে বিরতিহীনভাবে ৩ (তিন) শিক্ষাবর্ষ ।

 

অনলাইনে আবেদনের নিয়মাবলী ও ধার্যকৃত ফি

  • ক) আবেদনকারীকে ০০/০০/২০২২ তারিখ বিকাল ৪টা থেকে ০০/০০/২০২২ তারিখ রাত ১২টার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Master’s Tab এ গিয়ে Apply Now (Masters Private) অপশন থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।

 

  • খ) ২০১৯ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রােগ্রামে সংশ্লিষ্ট কলেজসমূহে যে সকল বিষয়ে অধিভুক্তি আছে সে সকল বিষয়ে সর্বোচ্চ ১০০০ (এক হাজার) জন আবেদনকারী আবেদন করতে পারবে।

 

  • গ) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ অথবা অন্য যে কোন প্রােগ্রামে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০১৯ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে আবেদন করতে পারবে না। এ লক্ষ্যে “জাতীয় বিশ্ববিদ্যালয়/যে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি/অধ্যয়নরত নই। দ্বৈত ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকবাে”- মর্মে আবেদনকারীর স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামা অনলাইন আবেদনে স্ক্যান করে আপলােড করতে হবে। উক্ত শর্ত ভঙ্গ করে কোন শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

 

  • ঘ) আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলা নির্ধারণ করে যে কোন কলেজের নাম Select করলে সংশ্লিষ্ট কলেজে আবেদনকারীর ভর্তি যােগ্য (Eligible) বিষয় দেখতে পাবে।

 

  • ঙ) আবেদন ফরম পূরণের সময় আবেদনকারীর পাসপাের্ট আকারে সম্প্রতি তােলা রঙ্গিন ছবি Scan করে আপলােড করতে হবে। ছবির মাপ 120X150 pixels, Image Type: jpg এবং maximum file size:50Kb হতে হবে। আবেদনকারীর ছবি ব্যতীত অন্য কোন ছবি অনলাইন আবেদন ফরমে আপলােড করা হলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

 

  • চ) সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে Submit Application অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আবেদনকারীর রােল নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলােড করে [A4 (8.5”×11) অফসেট সাদা কাগজে প্রিন্ট (Print) নিতে হবে।

 

  • ছ) পূরণকৃত আবেদন ফরমের ত্রুটি সংশােধন: আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমাদানের পূর্বে আবেদনকারী তার আবেদন ফরমটি যাচাই করবে। আবেদন ফরমে তথ্যগত অমিল বা ত্রুটিপূর্ণ ছবি থাকলে তা সংশােধন করতে হবে। আবেদন ফরম সংশােধনের জন্য প্রার্থীকে Applicant Login (Masters private) অপশনে গিয়ে আবেদন ফরমের রােল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এ পর্যায়ে আবেদনকারী Form Cancel/Photo Change Option এ গিয়ে Click to Generate the Security key অপশনটি ক্লিক করলে তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) পাৰে। এই OTP এন্ট্রি দিয়ে প্রার্থী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ ও ছবি আপলোড করতে পারবে। এ লক্ষ্যে আবেদনকারীকে তার ব্যক্তিগত সঠিক মােবাইল নম্বর সর্তকতার সংগে আবেদন ফরমে সংযােজন করতে হবে। তবে কলেজ কর্তৃক আবেদন ফরম নিশ্চয়ন করার পর তা আর বাতিল করা যাবে। না। প্রার্থী ছবি পরিবর্তনের সুযােগ মাত্র একবারই পাবে।

 

  • জ) আবেদনকারীকে প্রিন্ট করা আবেদন ফরমটির নির্ধারিত স্থানে তারিখসহ স্বাক্ষর করতে হবে। এই আবেদন ফরমের সংগে আবেদনকারীর স্নাতক (সম্মান)/১ম পর্ব মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট)/প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামার কপি, প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৮০০/( আটশত) টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আবেদন ফরমটির দ্বিতীয় অংশ সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের তারিখসহ স্বাক্ষর ও সীল দিয়ে আবেদনকারীকে ফেরত দিবে।

 

 

মাস্টার্স প্রাইভেট ভর্তি ফরমের সাথে যা যা জমা দিতে হবে

ক) স্নাতক (সম্মান)/১ম পর্ব মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট)/প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) পরীক্ষা পাশের মূল/সাময়িক সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি;
খ) সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক চারিত্রিক সনদ;
গ) স্নাতক (সম্মান)/১ম পর্ব মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট)/প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি;
ঘ) প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত প্রার্থীগণকে “শিক্ষা ছুটি দেয়া হবে” মর্মে বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র ।

 

মাস্টার্স প্রাইভেট ভর্তির কলেজের  তালিকা

  • সরকারি পিসি কলেজ, বাগেরহাট
  • সাতক্ষীরা সরকারি কলেজ
  • বি এল কলেজ, খুলনা
  • এম এম কলেজ, যশাের
  • মেহেরপুর সরকারি কলেজ
  • কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া
  • সরকারি বিএম কলেজ, বরিশাল
  • সােহরাওয়ার্দী সরকারি কলেজ, পিরােজপুর
  • পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী
  • বরগুনা সরকারি কলেজ, বরগুনা
  • এমসি কলেজ, সিলেট
  • মৌলভীবাজার সরকারি কলেজ
  • সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
  • সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ
  • নওগাঁ সরকারি কলেজ,নওগাঁ
  • রাজশাহী কলেজ, রাজশাহী
  • সরকারি আযিযুল হক কলেজ, বগুড়া
  • জয়পুরহাট সরকারি কলেজ
  • হাতীবান্ধা আলমুদ্দীন কলেজ, লালমনিরহাট
  • কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম
  • নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী
  • কারমাইকেল কলেজ, রংপুর
  • দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
  • ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা
  • ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ
  • চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর
  • লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর
  • ফেনী সরকারি কলেজ, ফেনী
  • নােয়াখালী সরকারি কলেজ, নােয়াখালী
  • চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম
  • হাজী মুহাম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রাম
  • চট্টগ্রাম কমার্স কলেজ, চট্টগ্রাম
  • কক্সবাজার সিটি কলেজ
  • রাঙ্গামাটি সরকারি কলেজ, রাঙ্গামাটি
  • নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোণী
  • গুরুদয়াল সরকারি কলেজ, কিশােরগঞ্জ
  • সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর
  • শেরপুর সরকারি কলেজ, শেরপুর
  • আনন্দমােহন কলেজ, ময়মনসিংহ
  • সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল
  • নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী
  • ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর
  • টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর
  • সরকারি তােলারাম কলেজ, নারায়নগঞ্জ
  • সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ
  • ডা, আবুল হােসেন কলেজ, রাজবাড়ী
  • সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
  • সরকারি বঙ্গবন্ধু কলেজ, গােপালগঞ্জ
  • শামসুর রহমান কলেজ, গােসাইরহাট, শরীয়তপুর
  • সরকারি নাজিমুদ্দিন কলেজ, মাদারীপুর
  • নিউ মডেল কলেজ, ঢাকা
  • সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
  • তেজগাও কলেজ, ঢাকা
  • শেখ বােরহানুসিন কলেজ, ঢাকা
  • আবুজর গিফারী কলেজ, ঢাকা
  • লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা
  • মােহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা
  • হাবীবুল্লাহ বাহার কলেজ, ঢাকা
  • আলহাজ্ব মকবুল হােসেন কলেজ, ঢাকা
  • সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম বর্ষ ভর্তি নির্দেশিকা

ডিগ্রি ১ম বর্ষ (২০২৩-২৪) শ্রেণীর ভর্তি নির্দেশিকা। ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম …