এক প্রতিষ্ঠানের MBA এর সাথে আরেক প্রতিষ্ঠানের MBA এর তুলনা । বুঝতে পারছে না কোনটা ভাল হবে বা কোনটা হবে না ? তাদের জন্য কিছু নিজস্ব চিন্তা ভাবনা তুলে ধরছি ।
সরকারি প্রতিষ্ঠানের MBA :
1. DU IBA MBA (সব দিক থেকে ১ নম্বর অবস্থানে আছে । কোর্স খরচ কম,উচ্চ মানের শিক্ষা,এলুমনির লিংকেজ ভাল । প্রতি বছর কম শিক্ষার্থী চান্স পায় বলে এর ডিমান্ড ১ নম্বরে । এক কথায় আমাদের দেশে প্রত্যেক কমার্সের স্বপ্ন এটি )
2. DU EMBA (অনেকটা ব্যবসায় পরিণত হয়েছে, সব থেকে বেশি শিক্ষার্থী নেওয়া হয়, কোর্স ফি আকাশচুম্বী পাবলিক হিসেবে,অনেক শীক্ষার্থীর কারনে এদের এলুমনির লিংকেজ ও ভাল, একমাত্র DU এর সাইনবোর্ড এর কারনে জনপ্রিয়তার ঘাটতি নেই এই কোর্সে । মান ও অবনতি হচ্ছে দিন দিন কারণটা স্পষ্ট আপনাকে যদি বেছে ১০০ জন নিতে বলা হয় আপনি সব থেকে বেষ্ট ১০০ জন নিতে পারবেন কিন্তু আপনাকে ৫০০+ নিতে বলা হলে সেই লিস্টে সব বেষ্ট থাকবে না )
3. JNU EMBA (সরকারী প্রতিষ্ঠান, টাকা তুলনামূলাক কম লাগে,বেশি দিন হয় নাই শুরু হয়েছে, এখনও সেই ভাবে ডিমান্ড তৈরী করতে পারে নাই)
4 . JU IBA MBA ( এর ডিমান্ড দিন দিন বাড়ছে , আইবিএ ঢাকার ভেতর DU এর পরে এটিকেই ধরা হয় (যদিও Army MBA নামে একটা সাভারে আছে, তার সম্পর্কে তেম্ন কিছু জানি না ) এর নিজস্ব ভবন পর্যন্ত ছিল না, কিন্তু এখন তৈরী হচ্ছে । এরা প্রতি সেমিস্টারে ১০০ জনের ভেতর শিক্ষার্থী নিয়ে থাকে । যেহেতু বেশি দিন হয় নাই চালু হয়েছে তাই এলুমনির লিংকেজ DU এর মতন বেষ্ট না ।
তবে আশা রাখি আগামি কয়েক বছরের ভিতরে ইহা ভাল পজিশনে চলে আসবে যদি তারা ১০০ এর মধ্যে শিক্ষার্থী দিয়ে প্রতি সেমিস্টার কন্টিনিউ করে । সেমিস্টারে শিক্ষার্থীর পরিমাণ বাড়লেই ডিমান্ড ফল করবে ।
5. JU EMBA (এটিতেও সীটের পরিমাণ বেশি , কোর্স খরচ কম, ভর্তি কম্পিটিশন তুলনামূলক কম, তারাও সেইভাবে ডিমান্ড তৈরী করতে পারে নাই )
6.BUP MBA (কম খরচে তাদের প্রদান করা সেবা অনেক জনপ্রিয়, মান ও দিন দিন বাড়ছে, তাদের সীটের সংখ্যা মোটামুটি, শুনেছি তাদের প্রতিষ্ঠানে কোঠার ফ্যাসিলেটি আছে,এটা না থাকলে ভর্তি কার্যক্রম আরো স্বচ্ছ হতো, তারা আরো মেধাবীদের পেত । তবে কিছুদিনের ভেতর এরা অনেক পরিচিত হবে )
7.BIBM MBM (এটিকে উপরের কারো সাথে তুলনা করা যাবে না,এদের প্রদেয় ডিগ্রিটি হচ্ছে প্রফেশনাল ব্যাংকিং ডিগ্রি । কোয়ালিটি নিয়ে কিছু বলার নাই কেননা তাদের কোন কম্পিটিটর নাই । তারাই তাদের কম্পিটিটর । তাই ব্যাংকিং এ যারা ক্যারিয়ার গড়তে চায় তাদের আদর্শ হচ্ছে BIBM)
প্রাইভেট প্রতিষ্ঠানের MBA
1. NSU EMBA (কোর্স ফি অনেক, শিক্ষার কোয়ালিটি অনেক ভাল,এলুমনির লিংকেজ অনেক ভাল , প্রাইভেটের ভেতর বেষ্ট বলা হয় । সিজিপিএ ভালো তুলতে পারলে এলুমনির লিংকেজ দিয়ে চাকরি খুজে পাবেন । প্রাইভেটের ভেতর পুরাতন বলে এদের অনেক শিক্ষার্থী মার্কেটে জব প্রোভাইডার হিসেবে আছেন । তাই এই দিক দিয়ে সুবিধা পাবেন )
2. Brac EMBA (NSU এর পরের অবস্থানে আছে BRAC . তবে এরা নিজেদের ক্যাম্পাস হবার পর ১ নম্বর পজিশনে চলে আসতে পারে তাদের কোয়ালিটি দিয়ে । এরা প্রতি সেমিস্টারে ২০০ এর ভেতর শীক্ষার্থী ভর্তি করায় । কোর্স ফি NSU থেকে বেশি )