এক প্রতিষ্ঠানের MBA এর সাথে আরেক প্রতিষ্ঠানের MBA এর তুলনা

এক প্রতিষ্ঠানের MBA এর সাথে আরেক প্রতিষ্ঠানের MBA এর তুলনা । বুঝতে পারছে না কোনটা ভাল হবে বা কোনটা হবে না ? তাদের জন্য কিছু নিজস্ব চিন্তা ভাবনা তুলে ধরছি ।

 

সরকারি প্রতিষ্ঠানের MBA :

1.  DU IBA MBA (সব দিক থেকে ১ নম্বর অবস্থানে আছে । কোর্স খরচ কম,উচ্চ মানের শিক্ষা,এলুমনির লিংকেজ ভাল । প্রতি বছর কম শিক্ষার্থী চান্স পায় বলে এর ডিমান্ড ১ নম্বরে । এক কথায় আমাদের দেশে প্রত্যেক কমার্সের স্বপ্ন এটি )

2. DU EMBA (অনেকটা ব্যবসায় পরিণত হয়েছে, সব থেকে বেশি শিক্ষার্থী নেওয়া হয়, কোর্স ফি আকাশচুম্বী পাবলিক হিসেবে,অনেক শীক্ষার্থীর কারনে এদের এলুমনির লিংকেজ ও ভাল, একমাত্র DU এর সাইনবোর্ড এর কারনে জনপ্রিয়তার ঘাটতি নেই এই কোর্সে । মান ও অবনতি হচ্ছে দিন দিন কারণটা স্পষ্ট আপনাকে যদি বেছে ১০০ জন নিতে বলা হয় আপনি সব থেকে বেষ্ট ১০০ জন নিতে পারবেন কিন্তু আপনাকে ৫০০+ নিতে বলা হলে সেই লিস্টে সব বেষ্ট থাকবে না )

3. JNU EMBA (সরকারী প্রতিষ্ঠান, টাকা তুলনামূলাক কম লাগে,বেশি দিন হয় নাই শুরু হয়েছে, এখনও সেই ভাবে ডিমান্ড তৈরী করতে পারে নাই)

4 . JU IBA MBA ( এর ডিমান্ড দিন দিন বাড়ছে , আইবিএ ঢাকার ভেতর DU এর পরে এটিকেই ধরা হয় (যদিও Army MBA নামে একটা সাভারে আছে, তার সম্পর্কে তেম্ন কিছু জানি না ) এর নিজস্ব ভবন পর্যন্ত ছিল না, কিন্তু এখন তৈরী হচ্ছে । এরা প্রতি সেমিস্টারে ১০০ জনের ভেতর শিক্ষার্থী নিয়ে থাকে । যেহেতু বেশি দিন হয় নাই চালু হয়েছে তাই এলুমনির লিংকেজ DU এর মতন বেষ্ট না ।

তবে আশা রাখি আগামি কয়েক বছরের ভিতরে ইহা ভাল পজিশনে চলে আসবে যদি তারা ১০০ এর মধ্যে শিক্ষার্থী দিয়ে প্রতি সেমিস্টার কন্টিনিউ করে । সেমিস্টারে শিক্ষার্থীর পরিমাণ বাড়লেই ডিমান্ড ফল করবে ।

5.  JU EMBA (এটিতেও সীটের পরিমাণ বেশি , কোর্স খরচ কম, ভর্তি কম্পিটিশন তুলনামূলক কম, তারাও সেইভাবে ডিমান্ড তৈরী করতে পারে নাই )

6.BUP MBA (কম খরচে তাদের প্রদান করা সেবা অনেক জনপ্রিয়, মান ও দিন দিন বাড়ছে, তাদের সীটের সংখ্যা মোটামুটি, শুনেছি তাদের প্রতিষ্ঠানে কোঠার ফ্যাসিলেটি আছে,এটা না থাকলে ভর্তি কার্যক্রম আরো স্বচ্ছ হতো, তারা আরো মেধাবীদের পেত । তবে কিছুদিনের ভেতর এরা অনেক পরিচিত হবে )

7.BIBM MBM (এটিকে উপরের কারো সাথে তুলনা করা যাবে না,এদের প্রদেয় ডিগ্রিটি হচ্ছে প্রফেশনাল ব্যাংকিং ডিগ্রি । কোয়ালিটি নিয়ে কিছু বলার নাই কেননা তাদের কোন কম্পিটিটর নাই । তারাই তাদের কম্পিটিটর । তাই ব্যাংকিং এ যারা ক্যারিয়ার গড়তে চায় তাদের আদর্শ হচ্ছে BIBM)

 

প্রাইভেট প্রতিষ্ঠানের MBA

1. NSU EMBA (কোর্স ফি অনেক, শিক্ষার কোয়ালিটি অনেক ভাল,এলুমনির লিংকেজ অনেক ভাল , প্রাইভেটের ভেতর বেষ্ট বলা হয় । সিজিপিএ ভালো তুলতে পারলে এলুমনির লিংকেজ দিয়ে চাকরি খুজে পাবেন । প্রাইভেটের ভেতর পুরাতন বলে এদের অনেক শিক্ষার্থী মার্কেটে জব প্রোভাইডার হিসেবে আছেন । তাই এই দিক দিয়ে সুবিধা পাবেন )

2. Brac EMBA (NSU এর পরের অবস্থানে আছে BRAC . তবে এরা নিজেদের ক্যাম্পাস হবার পর ১ নম্বর পজিশনে চলে আসতে পারে তাদের কোয়ালিটি দিয়ে । এরা প্রতি সেমিস্টারে ২০০ এর ভেতর শীক্ষার্থী ভর্তি করায় । কোর্স ফি NSU থেকে বেশি )

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ডিগ্রি প্রাইভেট ও সার্টিফিকেট কোর্স ভর্তি ফরম লিংক ২০২৪

শুরু হলো ডিগ্রি প্রাইভেট কোর্সে ভর্তির অনলাইন আবেদন। চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। যাদের এইচএসসি পর …