B.Sc (Honours) in Computer Science & Engineering

B.Sc(Honours) in Computer Science & Engineering. ন্যাসনাল ইউনিভার্সিটির এফেলিয়েট প্রায় ৩৭ টি বেসরকারি কলেজ / প্রাইভেট ইন্সটিটিউট এ রয়েছে “B.Sc(Honours) in Computer Science & Engineering” কোর্স, যার মোট আসন সংখ্যা ২,৫০০ টি (প্রায়)।

 

Computer Science & Engineering প্রোগ্রামের মেয়াদঃ

 

  • ক) NU এর অধীনে ” BSc (Hon’s) in CSE ” ডিগ্রী প্রোগ্রাম চার বছর মেয়াদী ( আট সেমিষ্টার) সমন্বিত ইন্টিগ্রেটেড কোর্স।
  • খ) এ কোর্সকে চারটি একাডেমিক বর্ষে বিভক্ত করে ০৮ সেমিষ্টারে পাঠদান সম্পন্ন করা হবে এবং ০৬ মাস বিশিষ্ট সেমিষ্টার শেষে চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

  • গ) কোর্সেস ও ক্রেডিট ঘন্টাঃ ক্রেডিট ঘন্টার ভিত্তিতে কোর্স গুলো পরিচালিত হবে। প্রতি সপ্তাহে ব্যয়িত ক্লাস ঘন্টাকে ক্রেডিট হিসেবে গন্য করা হবে। ১০০ নম্বরের একটি কোর্স হবে ০৪ ক্রেডিট ঘন্টার।
  • ঘ) বার্ষিক কোর্স ভিত্তিক পরীক্ষা, এবং গ্রেডিং ও ক্রেডিটিং এর ভিত্তিতে এ কোরনস পরিচালিত হবে। গ্রেডিং ও ক্রেডিটিং পদ্ধতিতে GPA ও CGPA হিসেবে পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হবে।

Computer Science & Engineering রেজিষ্টেশনঃ

  • ক) পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে একজন কেবল একটি শিক্ষাকার্যক্রমে ভর্তি হতে পারবে।
  • খ) একজন শিক্ষার্থীকে সর্বোচ্ছ ০৭ শিক্ষাবর্ষের মধ্যে ব্যাচলর অব অনার্স কোর্স সম্পন্ন করে ডিগ্রী অর্জন করতে হবে।

 

Computer Science & Engineering ভর্তির নূন্যতম যোগ্যতা :

  • বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিকে ২.৫ (৪র্থ বিষয় সহ) এবং উচ্চমাধ্যমিকে ২.৫ (৪র্থ বিষয় সহ) মিলিয়ে ৫.০০ পয়েন্ট থাকতে হবে।
  • আবেদন প্রার্থির উচ্চমাধ্যমিকে : উচ্চতর গণিত / রসায়ন / পদার্থবিজ্ঞান /- হতে যে কোন একটি বিষয় পঠিত হতে হবে এবং উক্ত বিষয়ে নূন্যতম গ্রেড পয়েন্ট ৩.০০ বা তার বেশী থাকতে হবে।

Computer Science & Engineering কোর্সের মেয়াদঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ০৪ শিক্ষাবর্ষ মেয়াদী (০৮ সেমিষ্টারস্) “বিএসসি ইন সিএসই (অনার্স)” ইন্টিগ্রেটেড কোর্সটির নতুন কারিকুলামে মোট ০৮ সেমিষ্টারস্ থাকবে। শিক্ষাবর্ষ ও সেমিষ্টার ভিত্তিক কোর্স সংখ্যা হবে নিন্মরুপ:

  • প্রথম বর্ষ : প্রথম সেমিষ্টার = ৬ টি কোর্স ও দ্বিতীয় সেমিষ্টার = ৭ টি কোর্স মোট = ১৩ টি কোর্স।
  • দ্বিতীয় বর্ষ : তৃতীয় সেমিষ্টার = ৭ টি কোর্স ও চতুর্থ সেমিষ্টা = ৭ টি কোর্স মোট = ১৪ টি কোর্স।
  • তৃতীয় বর্ষ : পঞ্চম সেমিষ্টার = ৭ টি কোর্স ও ষষ্ঠ সেমিষ্টার = ৭ টি কোর্স মোট = ১৪ টি কোর্স।
  • চতুর্থ বর্ষ : সপ্তম সেমিষ্টার = ৮ টি কোর্স ও অষ্টম সেমিষ্টার = ৫ টি কোর্স মোট = ১৩ টি কোর্স।
  • সর্বমোট = ৫৪ টি কোর্স।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব কলেজ ও Instituted এ সিএসই পড়ানোর হয়ঃ

  • 1. ঢাকা সিটি কলেজ – আসন ২০০ টি;
  • 2. ঢাকা কমার্স কলেজ – আসন ৫০ টি;
  • 3. তেজগাঁও কলেজ – ১২০ টি;
  • 4. নিউ মডেল ডিগ্রী কলেজ – ৫০ টি;
  • 5. আইডিয়াল কলেজ – ৫০ টি;
  • 6. আহসান উল্লাহ ইন্সটিটিউট – ৫০ টি;
  • 7. মিরপুর কলেজ – ৪০ টি;
  • 8. ঢাকামহানগর মহিলা কলেজ
  • 9. ইমিনেন্স কলেজ – ৫০ টি;
  • 10. আই এস টি – ১০০ টি;
  • 11. নদার্ন কলেজ – ৪০ টি;
  • 12. ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সাইন্স এন্ড ম্যানেজমেন্ট – ৫০ টি;
  • 13. আইডিয়াল ইন্সটিটিউট – ৫০ টি;
  • 14. উত্তরা ইন্সটিটিউট অব বিজনেস টেকনোলজি – ৫০ টি;
  • 15. শেখ বোরহানউদ্দীন কলেজ – ১২৫ টি;
  • 16. মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ – ৭৫ টি;
  • 17. হাবিবুল্লাহ্ বাহার কলেজ – ৫০ টি;
  • 18. আই এস টিটি,মিরপুর – ১৪০ টি;
  • 19. বিআইএসটি,কাকরাইল – ৯৫ টি;
  • 20. ডি আইআইটি, কলাবাগান
  • 21. আলহাজ্ব মকবুল হোসেন কলেজ – ৫০ টি;
  • 22. কলেজ অব টেকনোলোজি,নারায়ণগঞ্জ – ৫০ টি;
  • 23. এমআইএসটি,গাজিপুর – ৬০ টি
  • 24. কলেজ অব বিজনেস সাইন্স এন্ড টেকনোলজি, ময়মনসিংহ – ৬৫ টি;
  • 25. এস আই বি এ সি এস, ময়মনসিংহ – ৫০ টি;
  • 26. গ্লোবাল ইন্সটিটিউট,টাঙ্গাইল। – ৩০ টি;
  • 27. হাজি আবুল হোসেন – ৪৫ টি;
  • 28. জান্নাত আরা হেনরী সাইন্স এন্ড টেকনোলজি,টাঙ্গাঈল – ৫০ টি;
  • 29. খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়, খুলনা – ৫০ টি;
  • 30. ইন্সটিটিউট অব লাইব্রেরী, আর্টস,কমার্স এন্ড সাইন্স,খুলনা – ৫০ টি;
  • 31. ডেল্টা কম্পিউটর সাইন্স কলেজ,রংপুর – ৬০ টি;
  • 32. নর্থ বেঙ্গল ইন্সটিটিউট, রংপুর
  • 33. বরিশাল ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলোজি
  • 34. বরিশাল ইনফরমেশন টেকনোলোজি কলেজ
  • 35. এন হক কলেজ অব বিজনেস এন্ড টেকনোলজি, গোপালগঞ্জ – ৫০ টি;
  • 36. কুষ্টিয়া হাজি আবুল হোসেন ইন্সঃ অব টেকনোলজি – ৪০ টি;
  • 37. কক্সবাজার সিটি কলেজ – ৫০ টি;

Computer Science & Engineering খরচ:

 

  • প্রতিষ্ঠান ভেদে ভিন্ন ভিন্ন, ১৪০,০০০৳ হতে ৩৫০,০০০৳ পর্যন্ত পুরো কোর্স ফি পড়তে পারে, যা ভর্তি ও সেমিস্টার হিসেবে ৮/১৬ ইন্সটলমেন্টে দিতে হবে।

 

Computer Science & Engineering Job Opportunities

Career prospects continue to be strong for our computing scientists with their sound understanding of the principles and practical applications of computing. The majority of our graduates find stimulating and rewarding positions in computing-related activities with suppliers and users or within a wide range of careers for which a university degree is a prerequisite.

A degree in computer science and engineering can lead to a career in such fields as computer system administration, database administration, website development and administration, enterprise network administration, computer system analysis, computer system planning, computer forensic analysis, IT management, etc.

Software Developers: Software developers are professionals who are concerned with facets of the software development process which involve activities such as design and coding, computer programming, project management, etc.

Hardware Engineers: These professionals do research, design, develop, test, and oversee the installation of computer hardware which inter alia includes computer chips, circuit boards, systems, modems, keyboards, and printers.

System Designer: Professionals involved in system designing, Logical & Physical Designing wherein logical designing can be enumerated as the structure & characteristics such as output, input, files, database & procedures, etc.

System Analyst: Computer engineers who work as systems analysts do research about existing problems and plan solutions for the problem. They also recommend software and system-related problems and coordinate development between business development teams.

Networking Engineers: Networking engineers are computer professionals involved in designing, implementing, and troubleshooting computer networks.

DBA: DBA or Database Administrator is the professional, who are bestowed with the job to design, implement, maintain, and repair an organization’s database. Inter alia DBA professionals are also known as Database Coordinators or Database Programmers in the IT sector.

Telecommunication: CSE graduates will be able to work in the telecommunication sector as well.

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম বর্ষ ভর্তি নির্দেশিকা

ডিগ্রি ১ম বর্ষ (২০২৩-২৪) শ্রেণীর ভর্তি নির্দেশিকা। ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম …