জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী (পাস) প্রাইভেট ও সার্টিফিকেট কোর্স। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষায়িত পাস প্রোগ্রাম হলো ডিগ্রী (পাস) প্রাইভেট। এইচএসসির পর দীর্ঘদিন শিক্ষাবিরতির পর যারা পূনরায় ব্যাচলর লেবেলের পড়ালেখা শুরু করতে চায় এ কোর্স তাদের জন্য। এর কার্যক্রম শুরু হয় ডিগ্রী (পাস) রেগুলার ভর্তি কার্যক্রম শেষে।
২০২০-২১ এর ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে এর জন্য রেজিষ্ট্রেশনের যোগ্যতা ছিল এসএসসি ১৯৭৫ হতে ২০১১ এবং এইচএসসি ১৯৭৫ হতে ২০১৩ পর্যন্ত। মাদ্রাসা শিক্ষাবোর্ড হতে ১৯৮৭ সালের আগে আলিম পাশ শিক্ষার্থী আবেদন করতে পারবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট কলেজের তালিকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী (পাস) প্রাইভেট কী?
- ডিগ্রী (পাস) প্রাইভেট
- কোর্সের নাম : স্নাতক (পাস) প্রাইভেট
- পরিচিত : ডিগ্রী (পাস) প্রাইভেট
- ধরন: ব্যাচলর প্রোগ্রাম
- কোর্স : প্র্যাক্টিকাল রয়েছে এমন কোর্স এর জন্য প্রাইভেট রেজিষ্ট্রেশন করা যায় না।
- অন্যান্য : বিএ,বিএসএস,বিবিএস
- ভর্তিঃ সার্কুলার প্রকাশিত হলে অনলাইনে রেজিষ্ট্রেশন করে কলেজে ফরম জমা দিলেই ভর্তি।
- খরচ : রেজিষ্ট্রেশনের সময় এক হাজার হতে দেড় হাজার টাকা ও সব মিলিয়ে প্রায় ১০ হতে ১৫ হাজার টাকা খরচ পড়বে।
- পরীক্ষাঃ ইনকোর্স পরীক্ষা রয়েছে, এবং রেগুলার ডিগ্রী(পাস) এর সাথে ফরম পূরন ও পরীক্ষা।
- কলেজ: জেলা পর্যায়ের সরকারি কলেজ গুলোতে এ কোর্স থাকে, মোট ৯১ টি কলেজে এ কোর্স রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় বা যে কোন স্বীকৃত পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে অনার্স / ডিগ্রী (পাস) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা যেসকল বিষয়ে ডিগ্রী (পাস) / অনার্স পরীক্ষায় কৃতকার্য হয়েছে সে সব বিষয় ছাড়া নিন্মের বিষয় গুলো হতে কোন একটি বিষয় নিয়ে সার্টিফিকেট কোর্সে রেজিষ্ট্রেশন করতে পারবে। বাদবাকি কারিকুলাম সব এক।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট কোর্স কী?
- সার্টিফিকেট কোর্স
- কোর্সের নামঃ প্রাইভেট সার্টিফিকেট কোর্স
- বিষয় সমূহঃ বাংলা, ইংরেজি, আরবি, উর্দূ, ফারসি, সংস্কৃত, দর্শন, ইসলামী শিক্ষা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃত, পালি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স ও ব্যাংকিং।
- ভর্তিঃ সার্কুলার প্রকাশিত হলে অনলাইনে রেজিষ্ট্রেশন করে কলেজে ফরম জমা দিলেই ভর্তি।
- খরচ : ভর্তি হতে প্রায় ২৫০০ টাকা ও সব মিলিয়ে তিন বছরে প্রায় ২০ হতে ২৫ হাজার টাকা খরচ পড়বে।
- পরীক্ষাঃ ইনকোর্স পরীক্ষা রয়েছে, এবং রেগুলার ডিগ্রী (পাস) এর সাথে ফরম পূরন ও পরীক্ষা।
- কলেজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কলেজে এ কোর্স রয়েছে।
ডিগ্রী (পাস) প্রাইভেট ও সার্টিফিকেট কোর্স এখনও বুঝেন নি?
লেখকঃ মো আব্দুল গণি