রিলিজ স্লিপের উত্তর পর্ব ২০২২। কত পয়েন্ট নিয়ে রিলিজ স্লিপে আবেদন করলে চান্স পাওয়া যাবে? কলেজের উপর নির্ভর করে এটা। ভালো কলেজে বেশি পয়েন্ট লাগবে এটাই স্বাভাবিক। তবে ১ম রিলিজ স্লিপে ৮.৫০+ হলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি।
রিলিজ স্লিপের আবেদন শুরু হলে আমরা আপডেট দিব, তাই নোটিফিকেশন এলাও দিয়ে রাখুন।
■ সমীকরণ কি বলে?
✔10.00 নিয়ে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করছে আবার কেউ 8.00+ নিয়ে চান্স পেয়ে ভর্তি হয়ে গেছে। সমীকরণ হচ্ছে আপনার ভাগ্য।
■ NU কি 7.00+ নিয়ে ভর্তি করাবে?
✔উত্তর বলবো হ্যাঁ। তবে সেটা যে সব কলেজে করাবে এটা কিন্তু না।
■ নাকি 8.00+ লাগবে চান্স পেতে হলে?
✔অবশ্যই বেশি পয়েন্টরা বাকিদের থেকে এগিয়ে থাকবে।
■ রিলিজ স্লিপে আবেদন করলেই কি চান্স পাওয়া যায়?
✔জি না।NU রিলিজ স্লিপের রেজাল্ট দিবে। যাদের ভাগ্য ভালো তারাই চান্স পাবে।
■ রিলিজ স্লিপে বুদ্ধি করে আবেদন করতে হয় কি?
✔100% বুদ্ধি লাগবে। অদক্ষ লোক দিয়ে আবেদন করালে ভালো পয়েন্ট থাকা সত্ত্বেও ভালো কলেজ,ভালো Subject হাত ছাড়া হতে পারে।
■ রিলিজ স্লিপে চান্স না পেলে কি হবে?
✔১ম রিলিজ স্লিপে চান্স না পেলে ২য় রিলিজ স্লিপে আবেদন করা যাবে। (২য় রিলিজ স্লিপ দিবে কিনা এটা NU সিদ্ধান্ত নিবে)
■ রিলিজ স্লিপে আবেদন করতে কত টাকা লাগে?
✔জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আবেদনের জন্য কোনো প্রকার টাকা নিবে না। দোকান থেকে আবেদন করলে শুধু দোকানদার উনার পারিশ্রমিক নিবেন।
■ রিলিজ স্লিপে আবেদন মাধ্যম কি?
✔অনলাইন থেকে আবেদন করতে হবে।
(নিজ ফোন থেকেও করা যাবে)
■ রিলিজ স্লিপে কি ৫টা কলেজ ই চয়েজ দিতে হয় ? কম দিলে হবে না?
✔হ্যাঁ! ৫টি কলেজ ই লাগবে। কম দিলে আবেদন ই করতে পারবেন না।
■যারা মেধা তালিকায় চান্স পেয়ে আগে ভর্তি হয় নি তারা কি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে?
✔জি পারবে।।
■ যারা প্রাথমিক আবেদন করে নাই তারাও কি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে?
✔কখনও না।
অনার্স রিলিজ স্লিপ আবেদন ২০২২ কবে?
১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপে অনলাইন আবেদন ১৬ আগস্ট বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৫ আগস্ট ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
২. সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।
৩. রিলিজ স্লিপে “মাইগ্রেশন” এর অপশন নেই।
৪. অনেক সময় নিয়ে লেখছি। তাই কপি করে নিজের নামে চালিয়ে না দিলে খুশি হবো।
বি:দ্র: জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া,কোনো কলেজ নিজে থেকে কাউকে ভর্তি করাতে পারবে না। তাই কারো প্রলোভনে পা দিবেন না। ধন্যবাদ
আর কিছু জানার থাকলে বলতে পারেন তবে অযথা “এত পয়েন্টে এই কলেজে চান্স পাবো?এই কলেজে সাবজেক্ট আসার সম্ভাবনা কতটুক? ভাই এই শহরের ভিতর কোন কোন কলেজে আবেদন করব” এই টাইপের প্রশ্ন করবেননা। কারন এগুলোর উত্তর সঠিক বলা যায় না।