জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপ ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপ ২০২২ । যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পাবে না, ভর্তি বাতিল করবে অথবা মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হবে না, সে সকল প্রার্থী সর্বোচ্চ পাঁচটি কলেজে আলাদাভাবে বিষয় পছন্দ নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে।
কারা কারা আবেদন করতে পারবেনঃ
√ যারা ১ম ও ২য় মেধা তালিকায় স্থান পায় নি ।
√ যারা প্রাপ্ত বিষয়ে পড়তে ইচ্ছুক নয় তারাও রিলিজ স্লিপ এর মাধ্যমে অন্য কলেজে ভর্তির আবেদন করতে পারবেন।
আবেদনের পূর্বে যেসকল বিষয় জানা জরুরী
∎ রিলিজ স্লিপের আবেদন অনলাইনে করতে হবে।
∎ বাংলাদেশের যেকোন জেলার, যেকোন সর্বোচ্চ পাঁচটি কলেজে নির্বাচন করা যাবে ।
∎ নিজ বিভাগ ব্যতীত অন্য বিভাগের কোন বিষয়ের জন্য রিলিজ স্লিপ আবেদন করা যাবে না । যেমন : ব্যবসায় শিক্ষা বিভাগের কোন আবেদনকারী মানবিক বিভাগের কোন বিষয়ে আসতে পারবেন না ।
∎ আবেদনকারীরা সরকারী ও বে-সরকারী উভয় কলেজ নির্বাচন করতে পারবেন ।
সাধারন প্রশ্ন ও উত্তর
✪ রিলিজ স্লিপের মাধ্যমে কি পূর্বের কলেজে পূনরায় আবেদন করতে পারব ?
– হ্যাঁ আবেদন করা যাবে। আপনি পূর্বের কলেজ সহ মোট পাচটি কলেজে নতুন করে বিষয় নির্বাচন করে আবেদন করতে পারবেন ।.
✪ রিলিজ স্লিপের আবেদন ফরম সংগ্রহ করার উপায় কি ?
– কলেজ কতৃক রিলিজ স্লিপের আবেদন ফরম দেওয়া হয় না । জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে ।
✪ প্রশ্ন-: কোন পাচটি কলেজ নির্বাচন করতে হবে?
-আপনার পছন্দ অনুযায়ী বাংলাদেশের যে কোন প্রান্তের সর্বোচ্চ পাচটি কলেজ নির্বাচন করতে পারবেন ।
✪ রিলিজ স্লিপের ফলাফল কখন প্রকাশিত হয়?
– অনলাইনে আবেদন শেষ হওয়ার ৫-৭ দিনের মধ্যেই রিলিজ স্লিপের ফলাফল প্রকাশিত হয় ।
✪ রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তা কতটুকু?
– জেলা শহরের কলেজগুলোতে শূন্য আসন সংখ্যা খুবই কম অপর দিকে উপজেলা পর্যায়ের কলেজগুলো অনেক বেশি আসন খালি থাকে তাই আবেদন করার সময় এই বিষয়টি গুরুত্ব দিলে ভর্তির নিশ্চয়তা অনেকগুন বৃদ্ধি পায় ।
✪ রিলিজ স্লিপ পূরণ করার জন্য কি কি লাগবে ?
-রোল নম্বর ও পিন নম্বর দিয়েই অনলাইনে আবেদন করা যাবে।
✪ কোন কলেজে কোন বিষয়ে কতগুলো সিট আসন খালি আছে, তা কিভাবে জানবো?
– অনলাইনে রিলিজ স্লিপ ফরম পূরণ করার সময় কলেজের পাশে কয়টা করে আসন খালি আছে, তা দেখা যাবে ।
✪ ২য় মেরিট লিস্ট-এ যে সাবজেক্ট আসবে / এসেছে, সেটাতে ভর্তি হবো না, রিলিজ স্লিপ নিতে পারবো?
উত্তরঃ হ্যাঁ, পারবেন ।
✪ রিলিজ স্লিপের মাধ্যমে যে বিষয় পাবো তা কি পরিবর্তন করা যাবে ?
– না, রিলিজ স্লিপে যে বিষয় পাবেন সেই বিষয়েই আপনাকে ভর্তি হতে হবে ।
✪ যদি রিলিজ স্লিপে আবেদন করার পর যদি কোন কলেজে ভর্তি সুযোগ না পাই তাহলে কি করব?
– ১ম রিলিজ স্লিপে ভর্তি হতে না পারলে ২য় রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবেন।
রিলিজ স্লিপে আবেদন করার শর্তাবলী ও ফরম পূরণ প্রক্রিয়া
রিলিজ স্লিপে আবেদনের জন্য প্রার্থীকে নির্দিষ্ট ওয়েবসাইটে Honours tab-এ গিয়ে Honours Applicant’s Login অপশনে ক্লিক করে আবেদন ফরমের রােল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে প্রার্থীর নাম ও অন্যান্য তথ্যসহ | রিলিজ স্লিপের আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে।
রিলিজ স্লিপে আবেদনের জন্য College Selection Option এ গিয়ে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী কলেজ Select করলে ঐ কলেজের বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা ও তার Eligible বিষয়ের তালিকা দেখতে পাবে। এ পর্যায়ে আবেদনকারী তার Eligible বিষয়ের তালিকা থেকে নতুন করে পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিবে। এভাবে একজন আবেদনকারী তার পছন্দ অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি কলেজে পর্যায়ক্রমে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিয়ে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করবে।
সঠিক তথ্যসহকারে ফরম পূরণ করে Submit Application অপশনে ক্লিক করলে আবেদনকারী তার। নাম, প্রাথমিক আবেদনের রােল নম্বর, কলেজের নাম ও বিষয় পছন্দক্রমসহ একটি নতুন আবেদন ফরম ওয়েবসাইটে দেখতে পাবে। উক্ত ফরমটি Download করে A4 (8.5”×11″) অফসেট সাদা কাগজে প্রিন্ট (Print) নিতে হবে তবে এটি আবেদন ফরমে উল্লিখিত কলেজসমূহে জমা দিতে হবে না বা কোন ফি প্রদান করতে হবে না।
রিলিজ স্লিপের আবেদন ফরম চূড়ান্তকরণের পরেও কোন প্রার্থী তার আবেদন ফরমে কলেজ/বিষয়ের । | পছন্দক্রম সংশােধন বা পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে Honours Applicant’s Login অপশনে গিয়ে প্রাথমিক আবেদন ফরমের রােল নম্বর ও পিন কোড এন্ট্রি দিতে হবে। এ পর্যায়ে আবেদনকারীকে Cancel Release Slip অপশনে গিয়ে Click to Generate the Security key ক্লিক করতে হবে। এ সময়ে প্রার্থী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) পাৰে। এই OTP এন্ট্রি দিয়ে প্রার্থী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করতে পারবে। প্রার্থী এ সুযােগ কেবল একবারই পাবে।
রিলিজ স্লিপের ফলাফল নির্ধারিত সময়ে প্রকাশ করা হবে। রিলিজ স্লিপে আবেদনকারী প্রার্থীদের বিষয় পরিবর্তনের কোন সুযােগ থাকবে না।
প্রার্থী রিলিজ স্লিপের মাধ্যমে তার নির্বাচিত কলেজে বিষয় বরাদ্দ পেলে ওয়েবসাইটের Honours tab-এ গিয়ে Honours Applicant’s Login অপশনে গিয়ে ভর্তির আবেদন ফরম প্রিন্ট করবে। এই আবেদন ফরমের সংগে প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। রিলিজস্লিপে ভর্তির আবেদন ফরমের একটি কপি অধ্যক্ষদায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ কলেজ কর্তৃপক্ষ প্রার্থীকে ফেরত দিবে।
কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন বা ইনবক্সে নক দিন সর্বোচ্চ চেষ্টা করবো সঠিক তথ্য দেওয়ার।
সামুয়েল আহমেদ স্মরণ
ব্যবস্থাপনা বিভাগ
২য় বর্ষ
বিল চলন শহীদ সামসোজ্জ্বোহা সরকারি কলেজ,
গুরুদাসপুর, নাটোর।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

NU Results 2024 – Honours 3rd Year Results 2024 | nu.edu.bd 3rd Year Result

National University Honours 3rd Year Result 2024 — results.nu.ac.bd, the National University Honours 3rd Year …