মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তন হওয়ার পর যা যা করনীয় এবং সম্ভাব্য সব প্রশ্নের উত্তর

মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তন হওয়ার পর যা যা করনীয় এবং সম্ভাব্য সব প্রশ্নের উত্তর । ১ম মেরিটে ভর্তি হবার সময় যারা মাইগ্রেশন ON রেখেছেন এবং মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তন হয়েছে তারা নতুন করে ভর্তি ফরম ডাউনলোড করে, যে সাবজেক্টে চান্স হয়েছে সে ডিপার্টমেন্টে গিয়ে জমা দিতে হবে। কোন টাকা দিতে হবে না বা নতুন করে কোন ভর্তি ফি দিতে হবে না।

অনেক কলেজ আগের ডিপার্টমেন্ট থেকে কাগজপত্র তুলে নতুন ডিপার্টমেন্ট জমা দিতে বলবে । অনেক কলেজ নিজেরা করে নিবে। তাই চিন্তিত হবার দরকার নাই। করতে বললে, নিজে তুলে সাথে নতুন ভর্তি ফরম যোগ করে নতুন ডিপার্টমেটে জমা দিবে। নয়তো শুধু নতুন ভর্তি ফরম জমা দিবেন।

যাদের সাবজেক্ট পরির্বতন হয়েছে কিন্তু পছন্দ না, তারা ইচ্ছা করলেও আগের সাবজেক্টে যেতে পারবেন না এবং বিষয় পরিবর্তন করতে পারবে না কোনভাবে। মাইগ্রেশনে যেটা আসচ্ছে সেটাতে পড়তে হবে ৪ বছর। নয়তো ভর্তি বাতিল করে রিলিজ স্লিপে আবেদন করতে হবে নতুন করে সাবজেক্ট চয়েস দিয়ে ৫টা কলেজে।

মাইগ্রেশনে যাদের সাবজেক্ট পরবর্তন হয়নি, তাদের আগের সাবজেক্ট ভর্তি বহাল থাকবে। তাদের নতুন করে কিছু করতে হবে না। এবং কোনভাবে আর সাবজেক্ট পরির্বতন করা যাবে না। তবে ভর্তি বাতিল করে রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবে। আর হ্যাঁ, ভর্তি বাতিল করে রিলিজ স্লিপে যাওয়া বোকামি ছাড়া কিছু না। কারণ রিলিজ স্লিপে পছন্দের সাবজেক্ট পাবা সে গ্যারান্টি কেউ দিতে পারবে না। ওভার কনফিডেন্স থাকলে স্বাগতম ।

২য় মেরিটেও যারা চান্স পেয়েছেন তারাও মাইগ্রেশন করে ভর্তি হতে পারবেন। বিষয় পরিবর্তন করতে চাইলে মাইগ্রেশন করে। মাইগ্রেশনে উপরের সাবজেক্ট আসার সম্ভাবনা থাকে। ভর্তি ফরম ডাউনলোড করার সময় মাইগ্রেশন ON রাখলে হয়। সাবজেক্ট যেটা আসচ্ছে সেটাতে পড়তে চাইলে মাইগ্রেশন OF রাখবেন।

মাইগ্রেশন শুধু ১বার করা যায় আর সেটি প্রথমিক আবেদনের সময়। আর যারা রিলিজ স্লিপে চান্স পেয়ে ভর্তি হবে তারা মাইগ্রেশনের সুযোগ পাবে না।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম বর্ষ ভর্তি নির্দেশিকা

ডিগ্রি ১ম বর্ষ (২০২৩-২৪) শ্রেণীর ভর্তি নির্দেশিকা। ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম …