অনার্সের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কিছু প্রশ্নের উত্তর। যারা আবেদন করেন তাদের অবশ্যই জানা থাকতে হবে যে, আবেদন অনলাইনে করতে হয়। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং কোন টাকা জমা দেয়া যাবে না। উল্লেখ্য, ফলাফল পুনঃনিরীক্ষণ ফি প্রতি পত্র ৮০০/- (আটশত টাকা)।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে Services এ গিয়ে সোনালী সেবা। Pay Slip ক্লিক করুন। তারপর এনইউ Student fee থেকে Rescrutiny সিলেক্ট করুন। ব্যাংকে টাকা জমার স্লিপ ও কোনো কাগজপত্র কলেজে জমা বা প্রেরনের প্রয়োজন নেই।
অনার্সের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কিছু প্রশ্নের উত্তর
প্রশ্নঃ বোর্ড চ্যালেঞ্জ করে কি আসলেই ফল পরিবর্তন হয়?
উত্তর: আপনার খাতা পুনঃমূল্যায়নের পর আপনি যদি বেশি নম্বর পেয়ে থাকেন। তবে অবশ্যই ফল পরিবর্তন হবে।
প্রশ্নঃ আমি এইবার ইংরেজি/বাংলা সাহিত্যে/মধ্য যুগের কবিতা, চ্যালেঞ্জ করব,,চ্যালেঞ্জ করলে কি পয়েন্ট কমার সম্ভাবনা আছে প্লিজ বলবেন।
উত্তরঃ বোর্ড চ্যালেঞ্জে নম্বর বাড়লে অবশ্যই তা বাড়ানো হবে , তবে নম্বর কমিয়ে পয়েন্ট কমে যাওয়ার নজির নেই । আপনি এ নিয়ে টেনশন করবেন না।
প্রশ্নঃ অনার্সের বোর্ড চ্যালেঞ্জ কোথায় গিয়ে করতে হবে ?
উত্তরঃ আপনি নিজেই ঘরে বসে আবেদন করতে পারবেন,অথবা আপনি এই ব্যাপারে না বুঝে থাকলে যেকোনো কম্পিউটারের দোকান থেকে এই কাজ টা করতে পারবেন ।
প্রশ্নঃ অনার্সের প্রতি সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ এর ফি কত ?
উত্তরঃ অনার্স এর ফলাফল পুনঃনিরীক্ষণ ফি প্রতি পত্র ৮০০/- টাকা
প্রশ্নঃ আমি বোর্ড চ্যালেঞ্জের ফি কিভাবে পাটাবো ?
উত্তরঃ আপনি সােনালী ব্যাংকের মাধ্যমে টাকা পাটাতে পারবেন ?
প্রশ্নঃ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে?
উত্তর: সাধারনত ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়ে থাকে।
প্রশ্নঃ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখব কিভাবে?
উত্তর: শিক্ষা বোর্ড ফল পুনঃনিরীক্ষণের ফলাফল তাঁদের নিজ নিজ ওয়েবসাইটে পিডিএফ আকারে প্রকাশ করে থাকে। এছাড়াও, আবেদনকারীরা তাঁদের মোবাইল নম্বরেও এসএমএস আকারে ফলাফল পেয়ে যাবেন। তাই রেজাল্ট প্রকাশের তারিখ কিংবা রেজাল্ট দেখার নিয়ম নিয়ে চিন্তা করার কোন কারণ নেই।
অনার্সের ফল পুনঃনিরীক্ষণ আবেদনকারীদের জন্য শুভ কামনা। আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকেন। তবে আপনার জন্য রইল শুভ কামনা। কারণ, আপনার ফলাফলের ব্যাপারে আপনি যদি যথেষ্ঠ আত্মবিশ্বাসী হয়ে থাকেন। তবে আশা করা যায়, আপনার কাঙ্ক্ষিত ফলাফল আসবেই। তাই, এখন অপেক্ষার পালা আরও একটি ফলাফলের।
এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো ?
আমি সর্বোচ্চ সাহায্যে করার চেষ্টা করবো ।
Juwel Ahmed
BA Hons Department of English
Beanibazer government College .