অনার্স ২য় বর্ষ ফলাফল পুনঃনিরীক্ষণ বিজ্ঞপ্তি ২০২৪

২০২০ সালের অনার্স ২য় বর্ষ (২০১৮-১৯) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে ১৩/০৭/২০২২ তারিখ হতে ৩১/০৭/২০২২ পর্যন্ত।প্রতি পত্র ফলাফল পুনঃনিরীক্ষণ ফি ৮০০ (আটশত টাকা)।

 

অনার্সের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কিছু প্রশ্নের উত্তর

 

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি

FB-IMG-1657193798945

 

 

২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি।️ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১৩/০৭/২০২২ তারিখ সকাল ১০:০০টা হতে ৩১/০৭/২০২২ তারিখ দুপুর ২ঃ০০টা পর্যন্ত online এ আবেদন করা যাবে, এবং ০১/০৮/২০২২ তারিখ পর্যন্ত সোনালী ব্যাংকের Online সেবার মাধ্যমে টাকা জমা দেয়া যাবে।

 

নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং কোন টাকা জমা দেয়া যাবে না।

 

উল্লেখ্য, ফলাফল পুনঃনিরীক্ষণ ফি প্রতি পত্র ৮০০/- (আটশত টাকা)।

যেভাবে পুনঃনিরীক্ষণের আবেদন করবেনঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে Services এ গিয়ে সোনালী সেবা। Pay Slip ক্লিক করুন। তারপর এনইউ Student fee থেকে Rescrutiny সিলেক্ট করুন।

 

বি.দ্রঃ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ফি অবশ্যই সোনালী সেবার মাধ্যমেই জমা দিতে হবে।
  • ব্যাংক ফি জমা দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে আবেদনটি বিশ্ববিদ্যালয়ে জমা হবে।
  • ব্যাংকে টাকা জমার স্লিপ ও কোনো কাগজপত্র কলেজে জমা বা প্রেরনের প্রয়োজন নেই।

 

▶️ ফ্রি টিপসঃ

◼️পুনঃনিরীক্ষনের আবেদন না করে পরের সেশনের সাথে ফরমপূরণ করে পরীক্ষা দেওয়া উত্তম।

⚠️ পুনঃনিরীক্ষণ আবেদনে ফলাফল পরিবর্তন হওয়ার সম্ভবনা ১%

 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

Masters Board Challenge 2024 | Masters Final Result Re-Scrutiny 2024

Regarding the application for the re-verification of the answer sheet of the Master’s final examination …