অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ – www.nu.ac.bd/results

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ – www.nu.ac.bd/results । জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার (নিয়মিত অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফলাফল আজ বুধবার ৬ জুলাই ২০২২ তারিখ প্রকাশ করা হয়েছে।

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ – www.nu.ac.bd/results

অনলাইনে ফলাফল দেখবেন যেভাবেঃ

প্রথমে www.nu.ac.bd/results এই লিংকে প্রবেশ করুন।

অথবা http://www.nubd.info/

তারপরে ক্লিক করুন Honours  তে।

তারপর Second Year

তারপর রেজিস্ট্রেশন/রোল নাম্বর দিন।

পরীক্ষার বছর ২০২০

তারপরে ক্যাপচা কোড বসান।

তারপর সার্চ রেজাল্ট ক্লিক করুন।

 

20220707-103535

 

২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফলাফল প্রকাশ। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল ০৬/০৭/২০২২ তারিখে প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩১ টি অনার্স বিষয়ে ৮৫০ টি কলেজের মোট ৪,৪৪,৭৩৫ (চার লক্ষ চুয়াল্লিশ হাজার সাত শত পঁয়ত্রিশ) জন শিক্ষার্থী ৩১১ টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করে।

 

291319506-745738966880043-1968375782443278904-n

প্রকাশিত ফলাফল অনুযায়ী ২,৩৭,১২৭ (দুই লক্ষ সাতত্রিশ হাজার একশত সাতাশ) জন ৩য় বর্ষে Promoted হয়েছে। পাশের হার ৯২.৬৬%। প্রকাশিত ফলাফল সন্ধ্যা ৭:০০টা থেকে SMS এর মাধ্যমে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h2 <space> Roll No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.results.nu.ac.bdwww.nubd.info থেকে জানা যাবে।

 

 

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ – www.nu.ac.bd/results

 

NU-Press-Release-Hons-2nd-Results-Published-06-07-2022-page-001

 

 

 

 

এ পরীক্ষায় ৩১ টি অনার্স বিষয়ে ৮৫০ টি কলেজের মোট ৪ লাখ ৪৪ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী ২ লাখ ৩৭ হাজার ১২৭ জন ৩য় বর্ষে প্রোমোটেড হয়েছে। পাসের হার ৯২ দশমিক ৬৬ শতাংশ। সন্ধ্যা ৭টা থেকে এসএমএস এর মাধ্যমে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h2<space> Roll No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.results.nu.ac.bdwww.nubd.info থেকে জানা যাবে।

 

notice-10003-pub-date-06072022-page-001

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

NU Results 2022 - Honours Consolidated Result

NU Result 2024 – Honours 4th year cgpa result 2024

NU result 2022 – honors 4th-year CGPA result 2022 published. Nu honors final year result …