অনার্স ১ম বর্ষে ভর্তির সময় যেসব কাগজপত্র লাগবে:
১. SSC & HSC মূল মার্কশীট ও ২/৪ কপি ফটোকপি
২. SSC & HSC প্রশংসাপত্র মূলকপি
৩. SSC & HSC রেজিস্ট্রেশন কার্ডের ২/৪ কপি ফটোকপি
৪. সদ্য তোলা ৪/৬ টি পাসপোর্ট সাইজের এবং ১/২ টি স্ট্যাম্প সাইজের ছবি
৫. অনলাইনে প্রাথমিক আবেদনের প্রিন্ট কপি
যেটা আবেদন করার পর দিয়েছে
অনার্স ১ম বর্ষে ভর্তির সময় যেসব কাগজপত্র লাগবে
৬. অনলাইনে ভর্তিফরম পূরণ কৃত ফরমের এর প্রিন্ট কপি
যেটা চান্স পেলে পূরন করতে পারবেন
৭. ভর্তি ফি বাবদ: টাকা।
সরকারি কলেজে হলে ৫০০০+- হাজার আর
বেসরকারি কলেজ হলে ১০০০০+- হাজার টাকা
উপরের সকল কিছু দ্রুত সময়ে ঘুছিয়ে হাতের কাছে রাখুন, পরবর্তীতে হযরানি থেকে রক্ষা পেতে চাইলে
কলেজ ভেদে ডকুমেন্ট, ভর্তির তারিখ এবং টাকার পরিমাণ ভিন্ন হতে পারে,ভর্তি হওয়ার আগে কলেজের নোটিশ দেখে শিওর হয়ে নিবেন যে কি কি জমা দিতে হবে
বিঃদ্রঃ মূলকপি জমা দেওয়ার আগে অবশ্যই কমপক্ষে ১০ কপি করে ফটোকপি করে রাখবেন।
আপনার রোল ও পিন নাম্বার কারো কাছে শেয়ার করবেন না না না।
ভর্তি সম্পর্কিত আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন উওর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ