জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি কার্যক্রমে মোট যতবার রেজাল্ট দিবে:
• প্রথম মেধা তালিকার ফলাফল
• দ্বিতীয় মেধা তালিকা এবং প্রথম মেধা তালিকার বিষয় পরিবর্তনের ফলাফল
• বিশেষ কোটা এবং দ্বিতীয় মেধা তালিকার বিষয় পরিবর্তনের ফলাফল
• ১ম রিলিজ স্লিপের ফলাফল
• ২য় রিলিজ স্লিপের ফলাফল (প্রয়ােজনে একাধিকবার) মাধ্যমে সম্পন্ন করা হবে।
কেউ যদি ১ম মেরিটে সাবজেক্ট না পায় তারজন্য ২য় মেরিটে রেজাল্ট দিবে। যদি ১ম ও ২য় মেরিটেও সাবজেক্ট না পান তাহলে রিলিজ স্লিপে ৫টা কলেজে আবেদন করার সুযোগ দিবে। ১ম ও ২য় মেরিটে সাবজেক্ট পাবার পরও যদি ভর্তি না হোন তাহলেও রিলিজে ৫টা কলেজে আবেদন করতে পারবে আর যদি ভর্তি হয়ে যান তাহলে রিলিজে ৫টা কলেজে আবেদন করতে পারবেন না। ভর্তি হলেই মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবেন। ভর্তি না হলে মাইগ্রেশনের জন্য আবেদন করা যায় না। কেউ যদি ১ম বা ২য় মেরিটে সাবজেক্ট পেয়ে ভর্তি হয়ে রিলিজে আবেদন করতে চায় এবং রিলিজে যদি পছন্দ মত সাবজেক্ট না পায় তাহলে সে ইচ্ছা করলেও ১ম বা ২য় মেরিটে সাবজেক্ট টি তে ভর্তি হতে পারবে না। কারন কেউ যদি ভর্তি না হয় তখন তার তার সিট টা থাকে না, সেটা অন্যকেউ পেয়ে যায়। তাই ভাবিয়ে করিও কাজ, করিয়ে ভাবিয়েও না…
আর অনার্সে চান্স হয়নি? বা আবেদন করতে পারেন নি? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির সুযোগ রয়েছে।