জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির যোগ্যতা ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির যোগ্যতা ২০২২। অনলাইনে প্রাথমিক আবেদন করার জন্য সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি ও এইচএসসি পাসের তথ্য, একটি সচল মোবাইল নং অবশ্যই লাগবে। কলেজ ও সাবজেক্ট নির্বাচনের আগে জেনে রাখুনঃ যাদের এসএসসি ও এইচএসসি মিলে টোটাল জিপিএ ৯ এর নিচে তারা বিভাগীয় শতবর্ষী সরকারি কলেজে আবেদন করবেন নাহ! উপজেলা পর্যায়ে কলেজগুলাতে আবেদন করবেন।

যাদের পয়েন্ট ৮ এর নিচে তারা নতুন উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি কলেজে আবেদন করবেন। বিষয় নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়ের সিটসংখ্যা বেশি সেই বিষয়গুলো শুরুতে দিয়ে চয়েসলিস্ট সাজাতে পারেন। যে বিষয় নিয়ে অনার্স পড়বেন নাহ,সেই বিষয় চয়েসলিস্টে রাখবেন নাহ।

যারা বিভাগ পরিবর্তন করে আবেদন করবেন তাদের জন্য মোট সিটের ৫% বরাদ্দ থাকবে! সুতরাং, সিট সংখ্যা, আপনার জিপিএ মাথায় রেখে কলেজে আবেদন করবেন।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির যোগ্যতা ২০২২

SSC মানবিক বিভাগ:
নূন্যতম জিপিএ- ৩.৫০
SSC বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ:
নূন্যতম জিপিএ-৩.৫০
HSC মানবিক বিভাগ:
নূন্যতম জিপিএ- ৩.০০
HSC বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ:
নূন্যতম জিপিএ-৩.৫০
এর কম কেউ আবেদন করতে পারবে না ।

 

vaxb-evsjv-page-001

 

vaxb-evsjv-page-002

 

 

vaxb-evsjv-page-003

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

অনার্স ৪র্থ বর্ষ পুনঃনিরীক্ষণ বিজ্ঞপ্তি ২০২৪ | জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পুনঃনিরীক্ষণ

অনার্স ৪র্থ বর্ষের (২০১৮-১৯) ফলাফল পুনঃনিরীক্ষণের (Recheck) আবেদনের নোটিশ প্রকাশ হয়েছে। ২০২২ সালের অনার্স ৪র্থ …