চট্টগ্রাম জেলায় অনার্স ১ম বর্ষ ভর্তির আবেদন করা যাবে যে সকল কলেজে

চট্টগ্রাম জেলায় যেসব কলেজে অনার্স ১ম বর্ষ ভর্তির আবেদন করা যাবে। চট্টগ্রাম জেলায় অনার্স ১ম বর্ষ ভর্তির আবেদন করা যাবে যে সকল কলেজে।
✅ সরকারি (মেট্রো):
◼️
চট্টগ্রাম কলেজ;
◼️ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ;
◼️ সরকারি কমার্স কলেজ;
◼️ সরকারি সিটি কলেজ;
◼️ সরকারি মহিলা কলেজ;
✅ সরকারি(জেলা):
◼️ স্যার আশুতোশ কলেজ;
◼️ হাটহাজারী কলেজ;
◼️ পটিয়া কলেজ;
◼️ গাছবাড়িয়া কলেজ, চন্দনাইশ;
◼️ সাতকানিয়া সরকারি কলেজ;
◼️ হাজী এ.বি কলেজ, সন্দীপ;
◼️ রাউজান সরকারি কলেজ;
◼️ ফটিকছড়ি সরকারি কলেজ;
◼️ আনোয়ারা সরকারি কলেজ;
◼️ রাঙ্গুনিয়া কলেজ;
✅ বেসরকারি কলেজ(মেট্রো):
◼️ হাজেরা-তজু ডিগ্রী কলেজ, চান্দগাঁও;
◼️ ওমরগণী এম.ই.এস কলেজ;
◼️ মহিলা কলেজ,এনায়েত বাজার;
◼️ ইসলামিয়া কলেজ;
◼️ ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ;
◼️ পাহাড়তলি কলেজ;
◼️ বিজয় স্মরণী কলেজ;
◼️ উত্তর কাট্টালি মোস্তাফা হাকিম কলেজ;
◼️ ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজ;
◼️ কাপাসগোলা সিটিকর্পোরেশন মহিলা কলেজ;
◼️ কুয়াইশ বুড়িশ্চর সিটিকর্পোরেশন ডিগ্রী কলেজ;
✅ বেসরকারি কলেজ(জেলা):
◼️ নোয়াপাড়া কলেজ;
◼️ নাজিরহাট কলেজ;
◼️ ইমাম গাজ্জালী কলেজ ;
◼️ মিরসরই কলেজ;
◼️ সীতাকুণ্ড কলেজ;
◼️ নিজামপুর কলেজ;
◼️ মুস্তাফিজুর রহমান কলেজ;
◼️ বারো আউলিয়া ডিগ্রী কলেজ;
◼️ কর্ণেল অলি আহমেদ কলেজ;
  • অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণের তারিখঃ ২২/০৫/২০২২ইং তারিখ বিকাল ৪টা থেকে ০৯/০৬/২০২২ইং তারিখ রাত ১২টা পর্যন্ত।
  • ভর্তির আবেদন যোগ্যতাঃ
বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড থেকে ২০১৮/২০১৯ সালে এসএসসি এবং ২০২০/২০২১ সালে এইচএসসি পাস করতে হবে।
  • মানবিক শাখার জন্য নূন্যতম জিপিএঃ (এসএসসি ৩.৫০ + এইচএসসি ৩.০০)
  • বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য নূন্যতম জিপিএঃ (এসএসসি ৩.৫০ + এইচএসসি ৩.৫০)
  • প্রাথমিক আবেদন করার পর স্ব স্ব কলেজ নোটিশ অনুযায়ী আবেদন ফি ২৫০/- জমা দিতে হবে***

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

অনার্স ৪র্থ বর্ষ পুনঃনিরীক্ষণ বিজ্ঞপ্তি ২০২৪ | জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পুনঃনিরীক্ষণ

অনার্স ৪র্থ বর্ষের (২০১৮-১৯) ফলাফল পুনঃনিরীক্ষণের (Recheck) আবেদনের নোটিশ প্রকাশ হয়েছে। ২০২২ সালের অনার্স ৪র্থ …