অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২২

২০১৯ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষার ফরমপূরণের বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০১৯ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষার গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের আবেদন ফরমপূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম On-Line-এ  হবে। নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী আবেদন ফরম পূরণ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ আবেদন ফরম নিশ্চয়ন, বিবরণী ফরম পূরণ, জমাদানের তারিখ, আনুষঙ্গিক নিয়ম ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হলো। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।

 

অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফরমপূরণ, ডাটা এন্ট্রি ও সোনালী সেবার মাধ্যমে ফি জমাদানের তারিখ নিম্নলিখিত ছক অনুযায়ী বর্ধিত করা হলো।

  • আবেদন ফরম পূরণ শুরুঃ ১৭/০৮/২০২২
  • আবেদন ফরমপূরণের শেষঃ ৩১/০৮/২০২২

notice-5528-pub-date-16082022-page-001

 

আরও পড়ুনঃ বিশেষ ব্যাচ কী?

 

অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২২

 

 

বিঃদ্র. কোন অবস্থাতেই ফরমপূরণের নির্ধারিত সময়ের পর বিলম্ব ফি দিয়ে ফরমপূরণের কোন প্রকার সুযোগ নাই।

০১. আবেদন ফরম সংগ্রহ:

অনার্স ১ম বর্ষ পরীক্ষার আবেদন ফরম পরীক্ষার্থী নিজে অথবা কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nubd.info/honours) থেকে প্রিন্ট করে অথবা প্রিন্টকৃত কপি থেকে ফটোকপি করে নিতে পারবেন। পরীক্ষার্থী নিজে আবেদন ফরমপূরণ করার পর নির্ধারিত ফিসহ স্ব স্ব বিভাগে জমা দিবে।

২০১২-২০১৩ শিক্ষাবর্ষের যে সব শিক্ষার্থী অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে Promoted হয়েছে কিন্তু এক বা একাধিক তত্ত্বীয় কোর্সে F-গ্রেড এবং অনুপস্থিত রয়েছে শুধুমাত্র সে সকল শিক্ষার্থী শেষ বারের মত ২০১৯ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

০২. পাঠ্যসূচি:

সকল বিষয়ের পরীক্ষা ০৪ (চার) বছর মেয়াদী অনার্স কোর্সের পাঠ্যসূচি ও সংশোধিত রেগুলেশন ২০০৯-২০১০ শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাস অনুযায়ী শেষ বারের মত অনুষ্ঠিত হবে। এ সিলেবাসে ভবিষ্যতে আর কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

০৩. কলেজের জন্য করণীয়:

আবেদন অনুযায়ী সকল পরীক্ষার্থীদের ডাটা On-Line-এ সঠিকভাবে এন্ট্রি দিয়ে নিশ্চয়ন করে প্রথমে বিভাগীয় প্রধান অতঃপর অধ্যক্ষ স্বাক্ষর করবেন।

প্রত্যেক পরীক্ষার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০১ (এক) কপি ছবি প্রবেশপত্র সংগ্রহের পর নির্ধারিত স্থানে আইকা আঠা দ্বারা লাগিয়ে অধ্যক্ষ কর্তৃক সত্যায়নের পর প্রবেশপত্র বিতরণ করতে হবে।

নিশ্চয়ন সম্পন্ন হলে On-Line-এ পরীক্ষার্থীদের বিবরণী প্রিন্ট নিতে হবে। প্রিন্ট কপিতে প্রথমে বিভাগীয় প্রধান অতপর অধ্যক্ষ স্বাক্ষর করবেন।

১ম বর্ষ অনার্স বিষয়ক পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যথাসময়ে চালু হবে এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে তা বন্ধ হয়ে যাবে। সুতরাং নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে ডাটা এন্ট্রি সম্পন্ন করতে হবে।

নিশ্চয়নের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হলো। ফরমপূরণ করা কোন পরীক্ষার্থীর নিশ্চয়ন যেন বাদ না যায় বা এক জনের পরিবর্তে অন্য জনকে নিশ্চয়ন না করা হয় তা নিশ্চিত করতে হবে। নিশ্চয়নের পর ফরমপূরণ সংক্রান্ত কোন অভিযোগ গ্রহণ করা হবে না।

০৪. ফি জমাদানের পদ্ধতি:

২০১৯ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষার সকল পরীক্ষার্থীর ফি ডিজাইনকৃত নির্ধারিত জমা ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info/honours) থেকে ডাউনলোড করে “সোনালী সেবা” এর মাধ্যমে যে কোন সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে হবে।

সংশ্লিষ্ট কলেজ www.nubd.info/honours অথবা 103.113.200.36 / PAMS/Default.aspx ওয়েবসাইট থেকে Pay Slip ডাউনলোড করবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর উল্লেখ পূর্বক মোট টাকার অংক লেখা থাকবে এবং এর Print Copy নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে শেষ তারিখের মধ্যে জমা রশিদ সংগ্রহ করতে হবে। পরবর্তীতে এ সংক্রান্ত কোন প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না।

Pay Slip সংগ্রহের জন্য ০৬/০৬/২০২২ তারিখ সোমবার সকাল ১০:০০ টা থেকে ০৭/০৬/২০২২ তারিখ মঙ্গলবার বিকাল ০৪:০০ টা পর্যন্ত সোনালী সেবার Link Active থাকবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে Pay Slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। সোনালী সেবা ব্যতীত ব্যাংক-এ প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে পরবর্তীতে উদ্ভুত জটিলতার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সোনালী সেবা সংক্রান্ত প্রয়োজনে ০১৭৯৪-৬৯১৮৭৮ মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে।

০৫. বিবরণী ফরম জমা:

আবেদন ফরমপূরণকৃত পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক বিবরণীতে সংশ্লিষ্ট পরীক্ষার্থী বিভাগীয় প্রধান ও অধ্যক্ষের স্বাক্ষরের পর মূল কপি বেঁধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব আঞ্চলিক কেন্দ্রে নির্ধারিত তারিখে জমা দিতে হবে এবং এর ফটোকপি কলেজে সংরক্ষণ করবে।

০৬. পরীক্ষা পরিচালনার নিয়মাবলীঃ

একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি পরীক্ষার্থীর কেন্দ্র ফি হবে ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা এর মধ্যে কেন্দ্র পরীক্ষা পরিচালনার জন্য ৩০০/- (তিনশত) টাকা হারে প্রাপ্য হবে। বাকি পরীক্ষার্থী প্রতি ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা হারে সংশ্লিষ্ট কলেজ ব্যবস্থাপনা ফি হিসেবে প্রাপ্য হবে। যা দ্বারা কেন্দ্রের যাবতীয় ব্যয় (বিশ্ববিদ্যালয় হতে পরীক্ষার উত্তরপত্র, প্রশ্নপত্র সংগ্রহ আনুষঙ্গিক দ্রব্যাদি গ্রহণ, পরীক্ষানুষ্ঠান ও উত্তরপত্র প্রেরণ ইত্যাদি) নির্বাহ করবে।

পরীক্ষার সময়সূচি ও অন্যান্য যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nubd.info/honours) থেকে জানা যাবে।

০৭. ফলাফল: এ পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হবে।

০৮. গ্রেডিং সিস্টেম (Grading System):

উত্তরপত্র নম্বরের ভিত্তিতে মূল্যায়ণ করা হবে। একজন পরীক্ষার্থীর তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে লেটার গ্রেড (Letter Grade) ও গ্রেড পয়েন্ট (Grade Point)-এ রূপান্তর করা হবে। পরীক্ষার্থীর ফলাফল মূল্যায়ণের জন্য নিম্নলিখিত লেটার গ্রেড ও corresponding গ্রেড পয়েন্ট থাকবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রদত্ত অভিন্ন গ্রেডিং পদ্ধতি অনুযায়ী গাণিতিক (numerical) নম্বর, লেটার গ্রেড ও গ্রেড পয়েন্ট হবে নিম্নরূপ:

বিঃদ্রঃ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.ac.bd) এ প্রকাশ করা হবে। চিঠি বা অন্য কোন মারফত কোন তথ্য বা বিজ্ঞপ্তি প্রেরণ করা হবে না। প্রতিদিন উল্লিখিত ওয়েব সাইট সকাল এবং বিকালে অন্ততঃ ০২ (দুই) বার চেক করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন ২০২৪ | Honours 4th Year Routine 2024

২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত নতুন সময়সূচী। এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, …