অনেকেই আছেন যারা বিশেষ পরীক্ষা কি বুঝেন না। হয়ত দেখেছেন অনার্স ১ম, ২য়,৩য় বা ৪র্থ বর্ষ রুটিন ( বিশেষ) দিয়েছে। বিশেষ টা কি বুঝিয়ে দিচ্ছি। ২০১২-১৩ শেষন পর্যন্ত হচ্ছে পুরাতন সিলেবাস। আর ২০১৩-১৪ থেকে নিয়ে হচ্ছে নতুন সিলেবাস। এখন মনে করুন, ২০১২-১৩ কেউ ফেল করলে বা ইম্প্রুভ দেয়ার প্রয়োজন পড়ল তখন কি তারা ২০১৩- ১৪ এর সাথে নতুন সিলেবাস এ পরীক্ষা দিবে?
অনার্সে বিশেষ ব্যাচ-এর একটি বিজ্ঞপ্তি
তারা যেন তাদের সিলেবাস ই পরীক্ষা দেয় এবং ২০১৩-১৪ থেকে আলাদা থাকে তাই ২০০৯-১০ থেকে নিয়ে ২০১২-১৩ পর্যন্ত যত শেষন আছে তাদের ফেল করা সাবজেক্ট বা ইম্প্রুভ দেয়ার জন্য এক আলাদা পরীক্ষা চালু করা হয়েছে যা বিশেষ পরীক্ষা নামে পরিচিত। আশা করি বুঝতে পেরেছেন। এটায় শুধু ২০০৯-১০ থেকে ২০১২-১৩ পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে আর কেউ পারবেনা।
অর্থাৎ
যারা পূরাতন সিলেবাস তারা বিশেষ,,,,
অর্থ্যাৎ যাদের সেশনঃ ২০০৯-১০, ২০১০-১১,২০১১-১২, ২০১২-১৩..