প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ও ৩য় ধাপের শর্ট সাজেশন ২০২২

যারা প্রাইমারী ২য় এবং ৩য় ধাপে পরীক্ষা দিবেন তারা প্রাইমারী গাইড পড়ে সময় নষ্ট করবেন না। যে কোন সিরিজের বই থেকে বেসিক বুঝে পড়ুন। বাংলা সাহিত্য জব সলুশন এর ভেতরেই সীমাবদ্ধ ছিল ১ম ধাপে। সন্ধি, সমাস, কারক, বিভক্তি,এক কথায় প্রকাশ, ভাষা, বরন,শব্দ এগুলা গভীর ভাবে পড়ুন।

 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ও ৩য় ধাপের শর্ট সাজেশন ২০২২

ইংরেজি synonym, antonym, analogy, voice change, one word substitution এসব অধ্যায় থেকে প্রথম ধাপে প্রশ্ন আসেনি। পরের ধাপে এগুলাতে জোর দিতে পারে। ১ম ধাপের সিলেবাস মিলিয়ে এগুলা বেশি করে পড়বেন।

গণিতে সুদ আসল, নৌকা,গসাগু, লেবু বিক্রি, শতকরা লাভ ক্ষতি, মিশ্রণ, কোণ, ত্রিভুজ, জটিল মান নির্ণয়, পাশ ফেল এসব অধ্যায় থেকে প্রথম ধাপে প্রশ্ন আসেনি। পরের ধাপে এগুলাতে জোর দিতে পারে।

সাধারণ জ্ঞান এর কোন লিমিট নাই। ১ম ধাপের সিলেবাস বুঝে বেসিক বই থেকে পড়তে থাকুন।

সর্বশেষঃ জব সলুশনে ইঞ্জিনিয়ার নিয়োগ সেকশন বাদ দিয়ে বাকিটা ব্যাখ্যা সহ পড়ে ফেলুন। ইনশাআল্লাহ ভালো কিছু আসবেই।

বিঃদ্রঃ এটা আমার ব্যাক্তিগত বিশ্লেষণ বিশেষ কিছু অভিজ্ঞ লোকের সহায়তায়।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের ফলাফল ২০২২

প্রাথমিক শিক্ষক নিয়োগ পত্র ২০২৪ পিডিএফ ডাউনলোড

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, ২০২০ এর ফলাফলের ভিত্তিতে কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক …