প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

Primary 1st Phase Full Question Solution is available campustimesbd. Primary Exam Question Solution is also given in our campustimesbd. Primary Assistant Teacher Question Solution 2022 is available here.

Primary Assistant Teacher Exam 2022 Question Solution.
প্রথম ধাপের Primary School Assistant Teacher 1st Phase Exam Question & Solution
Exam Date: Friday,22 April 2022.

Exam Time: 11.00 AM to 12.00 AM
On 22 April 2022, the examination of the first phase was held from 11.00 am to 12.00 pm, with 80 written tests (MCQ). For each correct answer, 1 and 0.25 for every wrong answer will be cut.

 

 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩ ধাপের জেলা ও সময়সূচী দেখুন নিচে

 

 

 

 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের প্রশ্ন সমাধান ২০২২

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০২০ এর উত্তর পত্র ।
01. If the price is low, demand – will increase.
02. 2x = 3y + 5 হলে 4x – 6y = কত? – 10
03. ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে? – ৫১
03. ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে? – ৫১
04. ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’-পঙতিটি কার? – মদনমোহন তর্কালংকার
05. There is ___ milk in the bottle. – a little.
06. ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়? – ১৭ আগস্ট ২০১৭
07. এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত? – ৪
08. ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা’- বাকক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি? – অজ্ঞাতকুলশীল
09. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? – 5
10. What is an epic? – a long poem
11. ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%? – ৬০
12. নিচের কোন বাক্যটি শুদ্ধ? – সূূর্য পূর্বদিকে উদিত হয়
13. ০.০০০১ এর বর্গমূল কোনটি? – .০১
14. ‘কার্যে বিরতি’- অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? – হাত গুটান
15. চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? – ৯৮৯৯
16. ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি? – ৯৮
17. পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে? –
18. ‘আমার ঘরের চাবি পরের হাতে’ – গানটির রচয়িতা কে? – লালন শাহ
19. একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? – ৫০০
20. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১? – ৩১
21. ‘অনির্বচনীয়’ শব্দটির অর্থ – বর্ণনাতীত
22. ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি? – গমনের পশ্চাৎ
23. “To break the ice” means, – to start a conversation
24. ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি? – মেধা+বিন
25. খনার বচনে প্রাধান্য পেয়েছে – কৃষি
26. দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যােগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী? – ১০ ও ১৬
27. ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? –
28. The correct spelling is – Assignment
29. কল কল রবে নদী বইছে। এখানে ‘কল ল’ কোন অব্যয়? – অনুকার
30. “রূপসার ঘোলা জলে হয়তাে কিশাের এক সাদা ছেড়া পালে ডিঙা বায়” কবিতার চরণে কৰি কোন রূপসার কথা বলেছেন- রূপসা নদী
31. x+y=12 এবং xy=2 হলে xy এর মান কত? – ৩৫
32. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? – ত্রিভুজ
33. ‘আবাহন’ শব্দের বিপরীত কোনটি? – বিসর্জন
34. নিচের কোনটি বিদেশি শব্দ? – কলম (আরবি)
35. প্রথম ১০টি বিজোড় সংখ্যার যােগফল কত? – ১০০
36. কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়? – আমেরিকা
37. জাতিসংঘ ঘােষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয় – ২ এপ্রিল
38. Agomoni School is one of the best in the city. – schools
39. কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়? – ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
40. The Principal will —– the answer scripts. – took over
41. বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিস্থল কোন জেলায়? – রাঙামাটি
42. বুদ্ধাঙ্ক (Q) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বৃদ্ধা মাত্রা –
43. ‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ – অহঃ + অহ
44. I look forward to – hearing from you soon.
45. I water the plants. The word ‘water is used as – Verb
46. Are you doing anything special – on the weekend? – at
47. ৮, ১১, ১৭, ২৯, ৫৩, —- পরবর্তী সংখ্যাটি কত? – ১০১
48. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত? – ৪০০ মিটার
49. ‘Once in a blue moon means – very rarely
50. ‘মাতৃভাষায় যাাহার ভক্তি নাই সে মানুষ নহে’ -উক্তিটি কার? – মীর মশাররফ হোসেন
51. BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? – ঢাকা
52. টর্নেডো শব্দটি এসেছে – tornado
53. একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল? –
৫৪। রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে – ৯৭
55. He came to Dhaka with a view of — a new place. – visiting
56. ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে? – ৩২
57. Which of the following is the correct sentence? – What he has said is right.
58. “Leave no stone unturned” means – try every possible means
59. x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক? – xz<yz
60. Choose the correct spelling – Achievement
61. Remove শব্দটির Noun – Removal
62. নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত? – আশ্রয়ন ও শিক্ষা সহায়তা
63. If I ___ you, I would not have done this. – were
64. ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন? – শেখ মুজিবুর রহমান
65. কালবৈশাখীর ইংরেজি – North Westerlies
66. ‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তাের কারণে’-গানটির গীতকার – শেখ ওয়াহিদ
67. কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? – পদ্মগোখরা
68. UNESCO কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘােষণা করে? – ১৯৯৯
69. ‘গৌরব’-শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি? . – গুরু+ ষ্ণ
70. একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বা ছােট বাহুর ৩ গুণ। বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? – ১৪ মিটার
71. Choose the correctly spelled word – Bureau
72. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)তে অভীষ্ট কয়টি? – ১৭
73. বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? – কেন্দ্রীয় সরকার
74. বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন? – অষ্টম
75. নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন? – সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা
76. জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়? – ২০১১
77. Change the voice: “Where did you see him?” – Where was he seen by you?
78. প্রধান বিচারপতি নিয়ােগ দেন কে? – রাষ্ট্রপতি
79. Learn the poem ___ heart. – by
80. নিচের কোনটি মৌলিক সংখ্যা? – ২
বিঃদ্র – লেখাগুলো কপি থেকে বিরত থাকবেন, কেউ যদি লেখাগুলো কপি করে থাকেন, তাহলে নাম ম্যানশন দিবেন, আশা করি বিষয় টি বুঝতে পেরেছেন । আর এত প্রশ্নের উত্তর লিখলাম ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
© Muhammed Juwel Ahmed
BA Honours Department Of English.
Beanibazer Government College

 

 

 

 

 

 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের প্রশ্ন ২০২২

 

 

 

 

 

 

We publish different educational posts on our website. Exam question solution is one of the most important concerns of our campustimesbd. Primary School Teacher Job Circular update at dpe.gov.bd and dpe.ntrca.teletalk.com.bd. This job is perfect to build up a significant career. Those, who want to work, they should be taken out of this opportunity. The Directorate of Primary Education is a renowned Government organization in Bangladesh.

So choose your desired job circular and apply specific job to build up your career by dpe. When we get Admit card and Result from a link or news then we give a download link of Admit and Result as you can easily download through our website campustimesbd. We also give you questions solutions for the exam and all types of educational support through our website campustimesbd. So stay with our website campustimesbd.

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

প্রাণিসম্পদ অধিদপ্তর ল্যাবরেটরী টেকনিশিয়ান পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪

প্রাণিসম্পদ অধিদপ্তর ল্যাবরেটরী টেকনিশিয়ান পরীক্ষার প্রশ্ন। প্রাণিসম্পদ অধিদপ্তরের ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের পরীক্ষা গত ১৮ই মার্চ …