প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা ২০২৪

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য নির্দেশনা, নমুনা OMR, হাজিরা সিট ও প্রবেশপত্র। পরীক্ষার তারিখঃ ৮ ডিসেম্বর ২০২৩। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর ১ম গ্রুপের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) জেলাসমূহের লিখিত পরীক্ষা ০৮ ডিসেম্বর ২০২৩ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ১১:০০ ঘটিকা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ০৯:00 ঘটিকার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

১.০ সূচনা

  • পরীক্ষার দিন পরীক্ষা শুরু হওয়ার ৬০ মিনিট আগেই পরীক্ষার্থীদের স্ব স্ব পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। এর পর তাদের প্রবেশের অনুমতি থাকবে না।

২.০ পরীক্ষার্থীদের জন্য সাধারন নির্দেশনা

  • পরীক্ষার্থীরা আসন গ্রহণ করার পর একজন কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশিকাটি পড়ে শোনাবেন। (নির্দেশনাসমূহ পরিশিষ্ট-১ এ দেয়া আছে।)

৩.০ ওএমআর ফরম বিতরণ ও পূরন করা

  • ওএমআর ফরমের একটি নমুনা পরিশিষ্ট-২ দেয়া আছে। পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে ওএমআর ফরম দেয়া হবে।
  • ওএমআর ফরম বিতরণ শেষে একজন কক্ষ পরিদর্শক ওএমআর ফরমের পূরণ করার বিভিন্ন বিষয় বুঝিয়ে দিবেন।
  • ওএআর ফরম-এ যে তথ্যগুলো দিতে হবে, সেগুলো হল-
  • (ক) রোল নম্বর,
  • (খ) পুরুষ/মহিলা,
  • (গ) সেট কোড.
  • (ঘ) প্রার্থীর নাম,
  • (ঙ) পিতার নাম,
  • (চ) মাতার নাম,
  • (ছ) জেলার নাম (নিজ জেলা) ও
  • (জ) প্রার্থীর স্বাক্ষর।

৪.০ পরীক্ষার্থীর হাতের লেখা সংরক্ষণ

  • ওএমআর ফরমের নির্দিষ্ট বক্সে বাংলায় ৩(তিন)টি বাক্য ও ইংরেজীতে ২(দুই)টি বাক্য আবশ্যিকভাবে লিখতে হবে।
  • রোল নম্বরের বৃত্তগুলো ও সেট কোডের বৃত্ত ভরাট করতে ভুল করলে কিংবা হাজিরা শীটে (একটি নমনা পরিশিষ্ট-৩ এ দেয়া আছে) স্বাক্ষর ও উপস্থিতি বৃত্তটি ভরাট না করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
  • ওএমআর ফরমে সেট কোডের ঘরে প্রবেশপত্রে উল্লিখিত সেট কোডটির বিপরীতে বৃত্ত ভরাট করতে

হবে।

৫.০ ওএমআর-এর সেট কোড ও প্রশ্নের সেট কোডের যোগসূত্রের ফরম

  • যোগসূত্রের ফরমটি কি?
  • পরীক্ষার্থীদের প্রবেশ পত্র (একটি নমুনা পরিশিষ্ট-৪ এ দেয়া আছে)-এ একটি সেট কোড লেখা থাকবে এবং সেই সেট কোডটি ওএমআর ফর্মে পূরণ করবে হবে। যেমন- পদ্মা, মেঘনা যমুনা……… ইত্যাদি। কিন্তু প্রশ্নের সেট কোড হবে ভিন্ন। যেমন- 1, 2, 3 …….. ইত্যাদি। কোন পরীক্ষার্থী কোন সেট কোডের প্রশ্নের উত্তর করবে তার একটি ম্যাপিং করা থাকে। যেমন- যে সকল পরীক্ষার্থীর প্রবেশপত্রে পদ্মা লেখা থাকবে তারা হয়তো 2 সেট কোডের প্রশ্ন পাবে, যাদের প্রবেশ পত্রে মেঘনা লেখা থাকবে তারা হয়তো কোডের প্রশ্ন পাবে, ইত্যাদি।
  • পরীক্ষা কক্ষের বোর্ডে আগে থেকেই ওএমআর-এর সেট কোড ও প্রশ্নের সেট কোডের যোগসূত্রের ফরমটি এঁকে রাখা হবে।
  • পরীক্ষা শুরু হওয়ার আনুমানিক ৫ মিনিট পূর্বে কেন্দ্র সচিবের পক্ষ থেকে যোগ সূত্রের ফরমটি পাওয়া মাত্রই কক্ষ পরিদর্শক সেটি বোর্ডের খালি ফরমে উঠিয়ে দিবেন।
  • অন্য একজন পরিদর্শক সেটি মূল কপির সাথে পরীক্ষা করে দেখবেন এবং পরীক্ষার্থীদের যোগ সূত্রের বিষয়টি বুঝিয়ে দিবেন।
  • সেটি বুঝিয়ে দেয়ার পর প্রশ্নপত্র বিতরণ করা হবে।

৬.০ ওএমআর ফরম ও হাজিরা শীটে বৃত্ত পূরণে সতর্কতা

  • বৃত্তগুলো এমনভাবে ভরাট করতে হবে যেন বৃত্তের ভেতরের লেখাগুলো দেখা না যায়। বৃত্তাকার ঘরগুলি অবশ্যই কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে।
  • উত্তরপত্রে কোন অবাঞ্চিত দাগ দেওয়া যাবে না।
  • উত্তরপত্র কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না।
  • পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাঁজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য।

৭.০ প্রশ্নপত্র বিতরণ

  • পরীক্ষা শুরুর ঘন্টা পরার সাথে সাথে প্রশ্নপত্র বিতরণ শুরু করা হবে।
  • প্রথমে যাদের ওএমআর কোড পদ্মা তাদের দাঁড়াতে বলা হবে।
  • পদ্মা সেট কোডের জন্য নির্ধারিত কোডের প্রশ্নপত্র বিতরণ করা হবে। একই পদ্ধতি অনুসরণ করে অন্যান্য ওএমআর সেট কোডের পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণ করা হবে।

.

৮.০ পরীক্ষার্থীদের হাজিরা গ্রহণ

  • কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীর প্রবেশপত্র অনুযায়ী ওএমআর ফরমের বিভিন্ন অংশ পূরণ করেছে কিনা তা পরীক্ষা করে দেখবেন।
  • এর ভিতর গুরুত্বপূর্ণ অংশগুলো হল- (ক) রোল নম্বর, (খ) পুরুষ/মহিলা, (গ) সেট কোড (ঘ) জেলার নাম (নিজ জেলা) ও (ঙ) প্রার্থীর স্বাক্ষর।
  • রোল নম্বরের বৃত্তগুলো ও সেট কোডের বৃত্ত ভরাট করতে ভুল করলে কিংবা হাজিরা শীটে স্বাক্ষর ও উপস্থিতি বৃত্তটি ভরাট না করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
  • এগুলো পূরণ করা আছে কিনা তা কক্ষ পরিদর্শক পরীক্ষা করবেন। বৃত্ত ভরাট করতে পরীক্ষার্থী ভুল করার কারনে নতুন ওএমআর ফরম দেয়া হবে না।
  • কক্ষ পরিদর্শক হাজিরা সিটে পরীক্ষার্থীর স্বাক্ষর, উপস্থিতি বৃত্ত ও প্রশ্নের সেট কোডের নম্বর পরীক্ষার্থী সঠিকভাবে লিখেছে/পূরণ করেছে কিনা তা দেখবেন।
  • উপস্থিতি বৃত্তটি ভরাট করা খুবই জরুরী, কারন হাজিরা শীটটি মেশিনে পড়া হয় এবং এই বৃত্তটির মাধ্যমে নির্ধারিত হয় পরীক্ষার্থী উপস্থিত নাকি অনুপস্থিত।
  • সবশেষে, কক্ষ পরিদর্শক ওএমআর ফরমে তার স্বাক্ষর দিবেন।

 

৯.০ পরীক্ষা থেকে বহিস্কার

  • পরীক্ষা চলা কালীন সময়ে যদি কোন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করে, তাহলে তাকে নিয়ম অনুযায়ী বহিস্কার করা হবে।

১০.০ ওএমআর ফরম সংগ্রহ

  • পরীক্ষার সময় শেষ হলে সকলকে লেখা বন্ধ করতে বলা হবে।
  • ওএমআর ফরমগুলো ও প্রশ্নপত্র পরীক্ষার্থীদের কাছ থেকে তুলে নেয়া হবে। সে গুলো গুনে হাজিরা শীটে স্বাক্ষর করা পরীক্ষার্থীর সংখ্যার সাথে মিলিয়ে দেখা হবে।
  • সবকিছু ঠিক থাকলে পরীক্ষার্থীদেরকে কক্ষ ত্যাগ করতে দেয়া হবে।

 

 

 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নির্দেশনাবলী

 

যেভাবে পূরন করবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর

image

 

যেভাবে পূরন করবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার হাজিরা

image

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নমুনা প্রবেশপত্র

image

 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের ফলাফল ২০২২

প্রাথমিক শিক্ষক নিয়োগ পত্র ২০২৪ পিডিএফ ডাউনলোড

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, ২০২০ এর ফলাফলের ভিত্তিতে কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক …