১.পরীক্ষা হবে ৩ ধাপে- ২২ এপ্রিল,২০ মে,৩ জুন;
২.১৪ টির সকল উপজেলা ও ৮ টি জেলার কয়েকটি উপজেলায় ১ম ধাপের পরীক্ষা ;
৩.প্রতি ধাপের পরীক্ষা শুরুর কমপক্ষে ৭ দিন আগে সকলকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস দেওয়া হবে;
৪.বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে;
৫.সার্বিক প্রস্তুতি নিতে আগামীকাল আন্তঃমনত্রণালয় সভা ডাকা হয়েছে।
সূত্রঃ জাগোনিউজ২৪.কম