২২ এপ্রিল তারিখেই অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
সময়: সকাল ১১ টা থেকে ১২ টা
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে।
প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ২২ এপ্রিল, প্রথম ধাপে ২২ জেলায়। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষা আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২ টাকা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২২টি জেলায় একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪টির সব উপজেলা এবং ৮টি জেলার কয়েকটি উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022
নোট: এটা জেলা প্রশাসক বরাবর চিঠি। এজন্য ওয়েবসাইট এ পাবেন না। কোন জেলা কবে হবে সেটা দ্রুত জানানো হবে।