Degree 3rd year english suggestion 2022

ডিগ্রি পাস ৩য় বর্ষ, (সেশন: ২০১৭-১৮)
বিষয়ঃ ইংরেজী (আবশ্যিক) ♦
বিষয়কোড: ১২১১০১
Part A: Comprehension Test.
Topic: Answering questions & Word meaning questions(Make sentences)সংক্ষিপ্ত আলোচনা।

✍️ ইংরেজি Part -A তে ১টি Passage থাকবে,Passage এর উপর ভিত্তি করে ১ নাম্বার প্রশ্নে A ও B আকারে প্রশ্ন থাকবে। Passage এ মোট ১০মার্ক বরাদ্দ থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস)পরীক্ষা ২০১৬ সাল থেকে ২ধরনের প্রশ্ন লক্ষ্য করা যায়।
যেমন
(a) Answering questions &
(b)Word meaning questions(Make sentences).

☣️(𝗔)-𝗔𝗻𝘀𝘄𝗲𝗿𝗶𝗻𝗴 𝗾𝘂𝗲𝘀𝘁𝗶𝗼𝗻𝘀.
যেকোন বিষয়ের উপর একটি Passage আসবে। Passage পড়ে ৪টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য ১করে মোট ৪ নাম্বার। 1*4= 4

↘️বিস্তারিত-
এখানে প্রদত্ত Passage থেকে কিছু প্রশ্ন থাকবে।যা সাধারণত Wh- ধরনের হয়ে থাকে।অর্থ্যাৎ এ অংশে দুটি Comprehension questions দেওয়া যে কোনো প্রশ্নের মধ্যে ৬০% উত্তর থাকে।বাকি ৪০% উত্তর Passage থেকে খুঁজে বের করে লিখতে হবে।

কোনো প্রশ্ন উত্তর লিখলে প্রথমে,
➡️Sub+verb+ objects +……..
অথবা,
➡️Subjects +সাহায্যকারী verb+ verb+objects+…..খুঁজে বের করতে হবে।

★Answering Questions এ উত্তর করার সাধারন নিয়মঃ-
২।Passage পড়ার পূর্বে Answering questions গুলো পড়তে হবে।তারপর Passage পড়লে Answer করা সহজ হবে।
৩।প্রশ্নে যে Tense থাকবে উত্তর সেই Tense করতে হবে।
৪।প্রশ্নে 2nd Person থাকলে তাকে 1st person করতে হবে।
৫।WH থেকে Do বাদ দিয়ে verb এর present from লিখতে হবে।Did বাদ দিয়ে verb এর past from এবং Does বাদ দিয়ে verb এর সাথে s বা es যুক্ত করতে হবে।
৬।WH এর সাথে Do,Does,Did কে বাদ দিয়ে অবশিষ্ট অংশ উত্তরের শুরুতে লিখতে হবে।তারপর that,as,for,by,because of,to with,on is,so that লিখে passage থেকে বাকি অংশ বের করতে হবে।

যেমনঃ-
Q.What does co-operation mean?
Ans. co-operation means working together for the benefit of all.

✅পরীক্ষায় প্রশ্ন আসে When,Where,How, Why,Who,What দ্বারা।এগুলোর গঠন প্রনালী না জানলে এবং প্রশ্নের উত্তর লেখায় tense অনুযায়ী না হলে কাঙ্খিত নাম্বার পাওয়া যাবে না।

➡️গঠন প্রনালী গুলোঃ-

★When দিয়ে প্রশ্ন হলে ৬০% উত্তর প্রশ্ন থেকে নেওয়ার পর বাকি ৪০% উত্তর হিসেবে “সময়” passage থেকে বের করে করে লিখতে হবে।
যেমনঃ-
Q.When will he go to school?
Ans. He will go to school at 10 a.m

গঠনঃ–Subject+verb+objective+in/at/by +
সময়।

★Where দিয়ে প্রশ্ন হলে ৪০% উত্তর হিসেবে passage থেকে স্হান বের করে নিতে হবে।
যেমনঃ-
Q.Where does he go?
Ans. He goes to Dhaka.

গঠনঃ Sub+verb+obj+in/at/to+স্হান।

★How দিয়ে প্রশ্ন হলে,৪০% উত্তর হিসেবে Passage থেকে মাধ্যম বয়স, মানসিক অবস্হা ইত্যাদি থেকে বের করে নিতে হবে।

গঠনঃ-Sub+verb+objective +by/with/on+মাধ্যম।

★why দিয়ে প্রশ্ন হলে,৪০% উত্তর হিসেবে কারণ নিতে হবে।

গঠনঃ (i)sub+verb+obj+to+verb+obj.
(ii)sub+ সাহায্যকারী verb+not+verb+for+কারণ।

উদাহরণঃ-
Q.why did he not go Kabir?
Ans.He did not go to kabir because he was ill/for this illness.
🔺Note:Because ব্যবহার করলে ১ম কর্তা আবার ব্যবহার করতে হবে। ১ম অংশের Tense অনুযায়ী verb ব্যবহার করতে হবে।তারপর কারণমূলক Adjectives ব্যবহার করতে হবে।

★Who দ্বারা প্রশ্ন হলে প্রথমেই উত্তরটিই নিতে হবে।সাধারণত Who এর উত্তরে কোনো ব্যক্তি বা ব্যক্তি সম পর্যায়ের কোনো কিছু passage থেকে বের করতে হবে।
গঠনঃ- ব্যক্তি(sub.)+verb+others.
উদাহরণঃ-
Q.What has done the sum?
Ans.Ripon has done the sum.
Q.Who sponsors global sports?
Ans. Business farms sponsor global sports.

★What দিয়ে প্রশ্ন করলে ৪০% উত্তর হিসেবে Passage থেকে পেশা/বিষয়/বস্তু প্রকাশ শব্দ বা শব্দ গুচ্ছ নিতে হবে।
গঠনঃবিষয়/বস্তু+verb+obj.
Q.What has been broken?
Ans.Glass has been broken.

☣️(𝗕)𝗪𝗼𝗿𝗱 𝗺𝗲𝗮𝗻𝗶𝗻𝗴 𝗾𝘂𝗲𝘀𝘁𝗶𝗼𝗻𝘀(𝗠𝗮𝗸𝗲 𝘀𝗲𝗻𝘁𝗲𝗻𝗰𝗲𝘀)
➡️ ইংরেজিতে শব্দের অর্থ লিখতে হবে ৬টি। বাংলার সমার্থক শব্দের মত।অর্থ লিখে আবার মেইন শব্দ দিয়ে বাক্য রচনা করতে হবে যেটাকে Make Sentence বলে।1*6=6
যেমন:- Struggle অর্থ (Fight) : I will Struggle for my Business.

🔴খেয়াল রাখতে হবে,
প্রশ্নে কি Base Words নাকি Changed Words লিখা আছে।
যদি Changed Words লিখা থাকে তাহলে শব্দের অর্থ দিয়ে বাক্য রচনা বা Make Sentence করতে হবে।
যেমন:- Struggle -(Fight) : I will Fight for my Business.

পরীক্ষায় এইভাবে লিখতে হবে→
(1) Struggle- (Fight) : I will 𝗦𝘁𝗿𝘂𝗴𝗴𝗹𝗲 for My Business.

(2) Struggle – (Fight): I will 𝗙𝗶𝗴𝗵𝘁 for My Country.

🔸Base Words লিখা থাকলে (1) নাম্বারের মত
লিখতে হবে।
🔸Changed Words লিখা থাকলে (2) নাম্বারের মত লিখতে হবে।এই রকম ৬টি লিখতে হবে।

বি.দ্রঃ Passage গুলো সাধারনত আসে সাম্প্রতিক ঘটে যাওয়া কোন বিষয়ের ওপর কেন্দ্র করে। যেকোন বিষয়ের উপর একটি Passage আসবে। Passage হুবুহু কমন পাবেন না আর প্যাসেজ যদি কোন কারণে কমন ওহ পেয়ে যান প্রশ্নগুলো কখনোই হুবহু কমন পাবেন না। আপনি ব্যতিক্রম সাজেশন বা ইংরেজি যেকোন বই থেকে বিগত বছরে আসা প্যাসেজ এবং প্যাসেজের আলোকে আসা প্রশ্নগুলো প্রাকটিস করতে পারেন।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

degree 3rd year result 2023 - nu.ac.bd/results

ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪ – Degree 3rd Year Result 2024

২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের …