২০২১ সালের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল (CGPA) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল অদ্য ২২/০২/২০২৪ তারিখ রাত ৮:০০টায় প্রকাশ। সারা দেশের ৭০২ টি কেন্দ্ৰে ১৮৮৪ টি কলেজের সর্বমোট ১,৩৯,১২৩ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে । ২০২১ সালের ৩য় বর্ষ পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান নিম্নরূপ।
ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার সিজিপিএ প্রকাশ ২০২৪ – Degree Consolidated Result
সিজিপিএ রেজাল্ট দেখবেন যেভাবেঃ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সংক্রান্ত ওয়েবসাইট-এ প্রবেশ করুন।
- Degree → Consolidated অপশনে ক্লিক করে আপনার ডিগ্রি ৩য় বর্ষের রোল ও রেজিষ্ট্রেশন নাম্বার, এক্সাম ইয়ার ২০২১ দিয়ে পূরন করুন।
- Enter the code above here লেখার নিচে বক্সে উপরের বক্সে উল্লেখিত কোড লিখুন।
Search result বাটনে ক্লিক করুন।
ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার সিজিপিএ প্রকাশ ২০২৪
সারা দেশের ৭০২ টি কেন্দ্ৰে ১৮৮৪ টি কলেজের সর্বমোট ১,৩৯,১২৩ জন শিক্ষার্থীর ডিগ্রির সিজিপিএ রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যাদের ডিগ্রি ৩বছরের জিপিএ সম্পূর্ণ হয়েছে, তারাই সিজিপিএ রেজাল্ট দেখতে পারবেন।
সিজিপিএ রেজাল্ট দেখবেন যেভাবেঃ
- https://www.nu.ac.bd/results/ ওয়েবসাইট-এ প্রবেশ করুন।
- Degree → Consolidated অপশনে ক্লিক করে আপনার ডিগ্রি ৩য় বর্ষের রোল ও রেজিষ্ট্রেশন নাম্বার, এক্সাম ইয়ার 2021 দিয়ে পূরন করুন।
- Enter the code above here লেখার নিচে বক্সে উপরের বক্সে উল্লেখিত কোড লিখুন।
- Search result বাটনে ক্লিক করুন।
সিজিপিএ রেজাল্ট যারা পেয়েছেনঃ
- সিজিপিএ ৩.০০ থেকে ৪.০০ এর মধ্যে = ১ম বিভাগ(ফার্স্ট ক্লাস)
- সিজিপিএ ২.২৫ থেকে ২.৯৯ এর মধ্যে = ২য় বিভাগ(সেকেন্ড ক্লাস)
- সিজিপিএ ২.২৫ এর নীচে = ৩য় বিভাগ(থার্ড ক্লাস)