Breaking News

অনার্স তৃতীয় বর্ষের প্রবেশপত্র ও রোল বিবরণী সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

অনার্স তৃতীয় বর্ষের প্রবেশপত্র ও রোল বিবরণী সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ। ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র হাজিরাপত্র ও রোল বিবরণী প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।

অনার্স তৃতীয় বর্ষের প্রবেশপত্র ও রোল বিবরণী সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

 

Apply Now by Online



সংশ্লিষ্ট সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বিলম্ব ফি দিয়ে যেসব পরীক্ষার্থী ফরমপূরণ করেছেন এবং প্রবেশপত্র ইতোমধ্যেই ডাউনলোড করেছেন তাদের কিছুসংখ্যক পরীক্ষার্থীর প্রবেশপত্রে সংশোধন থাকায় সংযুক্ত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট কলেজ সেসব পরীক্ষার্থীর সংশোধিত প্রবেশপত্র পুনরায় user name ও password ব্যবহারের মাধ্যমে ডাউনলোড করে প্রিন্ট কপি অধ্যক্ষ মহোদয় স্বাক্ষর ও সীল দিয়ে রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন।

প্রবেশপত্র ডাউনলোড ও প্রিস্টের নিয়মাবলীঃ

1. www.nu.ac.bd/admit/ অথবা nubd.info/college – Admit Card পাওয়া যাবে।

2. College login এ click করে user name ও password ব্যবহার করে বিষয়ভিত্তিক Admit Card ডাউনলোড করতে হবে।
3. উক্ত পরীক্ষায় পরীক্ষার্থীকে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও পরীক্ষা কোড ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

অনার্স তৃতীয় বর্ষ সংক্রান্ত জরুরী প্রয়োজনে ০১৭৩০৭৯৫৮৯৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
(বদরুজ্জামান)
পরীক্ষা নিয়ন্ত্রক

জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

ফোনঃ০২-৯৯৬৬৯১৫১৭ ই-মেইল: controller@nu.ac.bd

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ভর্তির ১ম মেধা তালিকা ২০২২

NU Honours Admission – অনার্স ১ম বর্ষের ভর্তি তথ্য

অনার্স ১ম বর্ষের ভর্তির যাবতীয় তথ্য এবং আপনার জিজ্ঞাসা   Apply Now by Online আবেদন …