অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি ২০২২

২০২০ সালের অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ। “সঠিক নিয়মে মাস্ক পরি, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করি”।

অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দেখুন

অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

স্মারক নং-জাতীঃবিঃ/পনি/অনার্স পার্ট-১/২০২০/৫৪৭৭, তারিখঃ ২৭/১২/২০২১ মোতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তির অনুবর্ত্তিক্রমে জানানো যাচ্ছে যে, ২০২০ সালের অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষা গত ০৭/০২/২০২২ তারিখ থেকে শুরু হয়েছে। সংশ্লিষ্ট কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা/বিভাগীয় প্রধানগণ বহিঃপরীক্ষকের তালিকা Online থেকে প্রিন্ট নিয়ে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করবেন।

উল্লেখ্য, অন-লাইনে বিল পরিশোধের জন্য অন্তঃ ও বহিঃপরীক্ষকের নাম এক বারের বেশি এন্ট্রি করা যাবে

না। এমতাবস্থায়, একজন পরীক্ষক সংশ্লিষ্ট কেন্দ্রে মেজর ননমেজর মিলে বা পৃথক ভাবে যতজন শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করবেন এবং কত দিনে গ্রহণ করেছেন তা উল্লেখ করে অনলাইনে ডাটা এন্ট্রি করতে হবে।

কোন বহিঃপরীক্ষক পরীক্ষা গ্রহণে অপারগতা প্রকাশ করলে nudc.hp1@gmail.com এ অবশ্যই

জানাতে হবে। একই সাথে আপনার যোগাযোগের মোবাইল নম্বর অনুগ্রহ করে উল্লেখ করবেন।

সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সকলের সহযোগিতা কামনা করছি। ব্যবহারিক পরীক্ষা সম্পূর্ণ করার পর http://103.113.200.36/PAMS/CollegeLogin.aspx এবং www.nu.ac.bd এর Services মেনুতে ব্যবহারিক পরীক্ষার বিল এর তথ্য প্রেরণ করা যাবে। পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য নিয়মাবলি অপরিবর্তিত থাকবে।

বিঃ দ্রঃ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্যবিধি অবশ্যই অনুসরণ করতে হবে।

(বদরুজ্জামান)
পরীক্ষা নিয়ন্ত্রক
জাতীয় বিশ্ববিদ্যালয়,
গাজীপুর ফোনঃ০২-৯৯৬৬৯১৫১৭
ই-মেইলঃ controller@nu.edu.bd

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে হবে ২০২২

অনার্স ১ম বর্ষ মান উন্নয়ন ফলাফল ২০২৪ | অনার্স ১ম বর্ষ ইম্প্রুভমেন্ট রেজাল্ট ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ইমপ্রুভমেন্ট বা মান উন্নয়নের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল প্রকাশিত …