জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল ফরম কলেজে ভর্তি বাতিলের দরখাস্ত লেখার নিয়ম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত ভর্তি বাতিল করার নিয়ম। আপনি চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বাতিল করতে পারবেন। তাই আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বাতিল সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করলেন অনুসন্ধান করেন তাহলে এই নিবন্ধে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল ফর্ম ২০২২। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ও মাস্টার্স ৪ ক নং রেগুলেশন ও ডিগ্রী পাস ৫ ক নং রেগুলেশন এর ধারা মোতাবেক দৈত্য ভর্তি সম্পূর্ণ নিষিদ্ধ। তাই আপনি চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বাতিল করতে পারবেন। তাই পূর্বের ভর্তি বাতিল করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন করে ভর্তি হতে পারবে।
তারিখ: ০২/০১/২০২২ ইং
বরাবর
ডীন,
স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল
মাধ্যম: অধ্যক্ষ, ( আপনার কলেজের নাম ) বাংলাদেশ।
বিষয়ঃ ভর্তি বাতিল পূর্বক মূল মার্কশীট উত্তোলনের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি সিফাত ( আপনার নাম) স্নাতক (সম্মান/পাশ) ডিগ্রি হলে পাশ লেখতে হবে। ২০১৮-১৯ (আপনার শিক্ষাবর্ষে নাম) বাংলা বিভাগে ১ম বর্ষের ছাত্র (মেয়ে হলে ছাত্রী)। ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষে অর্থনীতি বিভাগে সুযোগ পাওয়ায় পূর্বের ভর্তি বাতিল করিতে ইচ্ছুক।
এমতাবস্থায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বাংলা বিভাগের ভর্তি বাতিলের জন্য আবেদন করছি।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার উপরোক্ত বিষয় বিবেচনা পূর্বক মূল মার্কশীট উত্তোলনের জন্য জনাবের অনুমতি প্রার্থনা করছি।
বিনীত নিবেদক
নাম: সিফাত
শ্ৰেণীঃ স্নাতক (সম্মান/পাশ) ১ম বর্ষ
শিক্ষাবর্ষ: ২০১৮ ১৯
রেজিঃ নাম্বারঃ ০১২৩৪৫৬৭৮৯
NUBⒸ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল ফর্ম ২০২২ Pdf ডাউনলোড
ভর্তি বাতিল করতে যা যা লাগবে!
Student একাউন্ট যেভাবে খুলবেন তা নিচে দেয়া হলোঃ
কলেজে ভর্তি বাতিল করার নিয়ম
- ১। নিজের একাউন্টে লগ ইন করে দেখেন পেইজের বাম দিকে Academic Services নামে অপশন আছে এবং সেটায় ক্লিক করেন আর দেখবেন একই নামে আরেকটি সাব সেকশন ওপেন হবে!
- ২। এখন Academic Services সাবসেকশনে ক্লিক করার পর নিউ পেজ আসবে। সেখানে দেখবেন সবার উপরে Admission Cancel(AC) এর লিংক আছে, পাশে খরচও লেখা আছে!সেটায় ক্লিক করবেন।
- ৩। Admission Cancel(AC) এর আবেদন পেইজ চলে আসবে ক্লিক করার পর(! সেখানে File Attachment এর ঘরে যা যা দিবেনঃ ** কলেজ ফরওয়ার্ডিং(কলেজে একটা এপ্লিক্যাশন দিবেন ভর্তি বাতিলের আবেদন করে। সেই আবেদনপত্র যে গ্রান্টেড হয়েছে সেইটার স্ক্যান কপি) **অনলাইনে যে ভর্তির আবেদন করেছিলেন সেটার স্টুডেণ্ট কপি লাগবে। ** ন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন কার্ডের কপি!