অনার্স ৪র্থ বর্ষ ভাইভা পরীক্ষা। ভাইভা পরীক্ষা নিয়ে অনেকের মনে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়। কিভাবে ভাইভা বোর্ডে ভাল করা যায় সে উপায়গুলো জানবো আজকে। অনার্স ৪র্থ বর্ষ ভাইভা ৪ ক্রেডিট (১০০ নম্বর) । অনার্স ছাড়াও মাস্টার্স প্রিলিমিনারী কোর্সে ৪ ক্রেডিট (১০০ নম্বর) ও মাস্টার্স ফাইনাল ইয়ারে ২ ক্রেডিট (৫০ নম্বর) ভাইভা হয়ে থাকে।
১। ভাইভা পরীক্ষা কখন হয়?
লিখিত পরীক্ষা শেষ হবার ৩০-৪৫ দিনের মধ্যে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভাইভা পরীক্ষার সময়সূচি পরীক্ষা শুরুর ১৫-৩০ দিন পূর্বেই জানিয়ে দেয়া হয়। পরীক্ষা কবে হবে তা কলেজ থেকে জানিয়ে দেয়া হবে।
২। ভাইভা কি নিজ কলেজে হবে?
যেসব কলেজে ভাইভা কেন্দ্র রয়েছে তাদের নিজ কলেজেই ভাইভা হবে। বেশিরভাগ কলেজেই নিজ কলেজে ভাইভা হয়।
৩। ভাইভা পরীক্ষা কত নম্বরে হবে?
ভাইভা পরীক্ষা হবে ১০০ নম্বরে যা অন্য সব বিষয়ের মতো জিপিএ হিসাব করা হবে।
৪। ভাইভার জন্য কি কি পড়বেন?
আপনি যেই বিষয়ে অনার্স করছেন তার সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে হবে। কারণ ভাইভাতে অনার্স বিষয়ে প্রশ্ন করা হয়।
- অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষায় যেই ১ মার্কের কুইজ ধরণের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো পড়ে যাবেন। এখান থেকে প্রশ্ন করা হতে পারে। এছাড়াও
- বাংলাদেশের সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্ন করতে পারে।
- ৪র্থ বর্ষ পরীক্ষায় যে বিষয়ে ভাল পরীক্ষা দিয়েছেন সেই বিষয় ভাল করে পড়ে যাবেন। কারণ আপনাকে জিজ্ঞাস করা হবে আপনার কোন বিষয়ের পরীক্ষা ভাল হয়েছে এবং সে বিষয় থেকে প্রশ্ন করা হবে।
- ৪র্থ বর্ষের সকল বিষয় গুলোর নাম এবং বিষয় কোড মনে রাখবেন।
- কলেজের প্রিন্সিপাল,ভাইস প্রিন্সিপাল,ডিপার্টমেন্ট প্রধানের নাম এবং ডিপার্টমেন্টের শিক্ষকদের নামগুলো জেনে রাখবেন।
- রোল,রেজিঃ নাম্বার এবং পূর্বের ফলাফল জিজ্ঞাস করতে পারে।
- ১০০ নম্বরে ভাইভা পরীক্ষায় ৮/১০ টি প্রশ্ন করতে পারে।
- ভাইভা বোর্ডে কোন অপ্রাসঙ্গিক কথা বলবেন না এবং অঙ্গভঙ্গি করবেন না।
৫। কেমন পোশাক পড়তে হবে?
ছেলেদের ক্ষেত্রে ফর্মাল ড্রেস পড়ে যেতে হবে। মেয়েদের ক্ষেত্রে শাড়ি,থ্রি পিস,যারা বোরকা পড়ে যেতে পারেন মুখ খোলা রাখতে হবে।
৬। কি কি নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে?
যেহেতু ভাইভা একটা পরীক্ষা তাই এডমিট,রেজিঃ কার্ড,কলম নিতে হবে। রুমে ঢুকার পূর্বে সালাম দিয়ে ঢুকবেন এবং বসার পূর্বে অনুমতি নিয়ে বসবেন। এমন কোন আচরণ করবেন না যাতে শিক্ষক বিরক্ত হয়। প্রশ্নের উত্তর না পারলে সরাসরি বলে দিবেন উত্তর মনে পড়ছেনা। পরীক্ষা কেন্দ্রের মধ্যে হৈ চৈ করবেন না।
৭। ভাইভা পরীক্ষায় কতজন শিক্ষক থাকবে?
ভাইভা বোর্ডে ৪/৫ জন শিক্ষক থাকতে পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অন্য যেকোন কলেজ থেকে একজন শিক্ষক থাকবেন। তিনি ভাইবা পরিচালনা করবেন। এছাড়া যেই কেন্দ্রে পরীক্ষা হবে সেই কলেজের ডিপার্টমেন্ট প্রধান,ডিপার্টমেন্টের ২/৩ জন শিক্ষক।