আজ ২৪ই জানুয়ারি থেকে শুরু হলো ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ(২০১৮-১৯) পরীক্ষার ফরম পূরণ।
খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে কর্ম এপস ডাউনলোড করুন!
খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে কর্ম এপস ডাউনলোড করুন!
যেভাবে ফরমপূরণ করবেনঃ
নিজ শহরে ফ্রিতে চাকুরি খুঁজতে গুগল পরিচালিত কর্ম এপ ইনস্টল করুন!
উক্ত ওয়েবসাইট(http://www.nubd.info/degree-pass/) প্রবেশ করে শুধুমাত্র আপনার ডিগ্রির রেজিস্ট্রেশন নম্বর এবং মোবাইল নং দিয়ে সাবমিট করতে হবে। তারপর পিডিএফ ফাইলটি ডাউনলোড করে, যেকোনো কম্পিউটার দোকান থেকে কালার প্রিন্ট কপি বের করে কলেজ নোটিশ অনুযায়ী টাকাসহ, প্রয়োজনীয় কাগজপত্র কলেজে জমা দিতে হবে।[প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে: ডিগ্রির রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি,অনলাইনে পূরণকৃত ফরমটি, পাসপোর্ট সাইজের ছবি ২কপি এবং টাকা]
ফরম পূরনের শেষ সময়সীমাঃ ২০/০২/২০২২ইং তারিখ পর্যন্ত (শিক্ষার্থী কর্তৃক)
ফরম পূরণ সম্পন্ন করার জন্য স্ব স্ব কলেজ নোটিশ অনুসরণ করবেন।
বি.দ্রঃ এ কার্যক্রমে অংশগ্রহণ করবে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নিয়মিত ২০১৭-১৮,২০১৬-১৭, ২০১৫-১৬ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।
২০১৭-১৮ সেশন ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীরা ২য় বর্ষে c,d প্রাপ্ত যেকোনো ২ সাবজেক্ট এ চাইলে গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবেন। তবে ইহা বাধ্যতামূলক নয়। C+ বা এর বেশি গ্রেড প্রাপ্ত বিষয়ে মান উন্নয়ন পরীক্ষা দেওয়া যাবে নাহ।