উপবৃত্তির অনলাইনে আবেদনে পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

উপবৃত্তির অনলাইনে আবেদনে পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়ঃ

উক্ত ওয়েবসাইটে (http://estipend.pmeat.gov.bd/#/) এ প্রবেশ করে “পার্সওয়ার্ড ভুলে গেছেন” অপশনে ক্লিক করুন।আপনার ডিগ্রির রেজিস্ট্রেশন নাম্বার প্রবেশ করুন।

এরপর আপনার মোবাইল নম্বরে এ ভেরিফিকেশন কোড প্রেরণ করা হবে,তা সঠিকভাবে বসিয়ে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।

 

বিকল্প পদ্ধতি,

গুগল প্লে স্টোর থেকে “ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম” (https://play.google.com/store/apps/details…) এ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন অতঃপর ওপেন করুন।

“Forgot Password” এ ক্লিক করুন।

“User id” তে ডিগ্রির রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে Submit করুন

এরপর “New Password” ও “Confirm New Password” এ নতুন পাসওয়ার্ড বসিয়ে “Submit” দিন। পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে।

 

অপরিচিত কোনো ব্যক্তিকে আপনার ডিগ্রির রেজিষ্ট্রেশন নং, তথ্য শেয়ার করবেন নাহ।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

আমেরিকান ডিভি লটারিতে নিজেই আবেদন ফর্ম পূরণ করুন। DV Apply Now