প্রাধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ডিগ্রী উপবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২

উপবৃত্তি সংক্রান্ত – ডিগ্রি ১ম,২য় ও ৩য় বর্ষ। ২০২১-২২ অর্থবছরের ডিগ্রি(পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তি প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ।আবেদন করার সময়সীমা ০৯/০১/২০২২ ইং হতে ১০/০২/২০২২ ইং তারিখ পর্যন্ত।

ডিগ্রী উপবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

চলতি অর্থবছরে উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেঃ

  • ২০১৭-১৮ সেশন, ডিগ্রি (পাস) ৩য় বর্ষ
  • ২০১৮-১৯ সেশন, ডিগ্রি (পাস) ২য় বর্ষ
  • ২০১৯-২০ সেশন, ডিগ্রি (পাস) ১ম বর্ষ

 

বি.দ্রঃ আবেদন করার বিস্তারিত নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কলেজ নোটিশের মাধ্যমে জানতে পারবেন।

️এক নজরে অনলাইনে আবেদন করতে যা যা লাগবেঃ

১. শিক্ষার্থী এইচএসসি রেজিষ্ট্রেশন ও রোল নাম্বার;

২. ডিগ্রির রেজিষ্ট্রেশন নাম্বার;

৩. শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম নিবন্ধন নিবন্ধনের নম্বর;

৪. অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর;

৫. পাসপোর্ট সাইজের এক কপি ছবি;

৬. শিক্ষার্থীর ব্যাংকের নাম ও একাউন্ট নম্বার।

(উল্লেখ্য,ব্যাংক একাউন্টের ক্ষেত্রে শিক্ষার্থী যেকোনো ব্যাংক একাউন্ট নম্বর ব্যবহার করতে পারবেন! কোনো শিক্ষার্থীর ব্যাংক একাউন্ট না থাকলে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে (শুধুমাত্র বিকাশ,রকেট) একাউন্ট নম্বর দিয়ে আবেদন করতে পারবেন)

 

উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে http://estipend.pmeat.gov.bd এ প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে।

 

️কলেজে আবেদন জমাদানের সময় যা যা লাগতে পারেঃ

১. ডিগ্রির রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি;

২. সর্বশেষ পরীক্ষার মার্কসিটের কপি;

৩. এক কপি পাসপোর্ট সাইজের ছবি;

৪. শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;

৫. অনলাইনে আবেদন করা প্রিন্ট কপি।

 

শর্তাবলীঃ

১. উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার কম হতে হবে।

২. অভিভাবক/পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ শতাংশ, পৌরসভা এলাকায় ০.২০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ শতাংশের কম থাকতে হবে।

 

জেনে রাখুনঃ

  • শুধুমাত্র ডিগ্রি ১ম বর্ষ(২০১৯-২০),(২য় বর্ষ ২০১৮-১৯) এবং (৩য় বর্ষ ২০১৭-১৮) শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন! অর্নাসের কোনো শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন নাহ।
  • ১,২,৩ বা ৪ সাবজেক্ট F প্রাপ্ত শিক্ষার্থীও আবেদন করতে পারবেন।
  • Not promoted প্রাপ্ত কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে নাহ।
  • ডিগ্রি প্রাইভেট(কোর্স) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন নাহ।
  • ইতিপূর্বে উক্ত সেশনের ডিগ্রি (পাস) পর্যায়ে উপবৃত্তির অর্থ পেয়েছে তাদেরকেও পুনরায় অনলাইনে আবেদন করতে হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

degree 3rd year result 2023 - nu.ac.bd/results

ডিগ্রি ৩য় বর্ষ ফলাফল সমস্যা ও সমাধান ২০২৪

ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল যারা পেয়েছেন। পোস্টটি অবশ্যই পড়বেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের …