২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য, ২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষরসহ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট কলেজ সকল পরীক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে অধ্যক্ষ নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সীল দিয়ে রেজিস্টেশন নম্বর যাচাই করে শীগ্রই নোটিশ দিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন।
ইতিমধ্যে,২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ নিয়মিত ও বিশেষ পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।
- পরীক্ষাসমূহ শুরু হবে ২৯/১২/২০২১ তারিখ থেকে।
- পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯ঃ০০টা থেকে শুরু হবে।
- ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ নিয়মিত এবং বিশেষ পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
- সময়সূচিঃ অনার্স ৪র্থ বর্ষের সময়সূচি ডাউনলোড করুন।
- পরীক্ষা অনুষ্ঠানের সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল।
এ পরীক্ষায় অংশগ্রহণ করবে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের নিয়মিত ২০১৫-১৬, ২০১৪-১৫ ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।
পরীক্ষার প্রবেশপত্র গ্রহনের জন্য স্ব স্ব কলেজের নোটিশ অনুসরণ করবেন।