১৩ নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হতে যাচ্ছে অনার্স ১ম বর্ষের ফাইনাল পরীক্ষা। ২১ নং পয়েন্ট ভালো করে নোট করবেন। হালকা ভুল হলে, রেজাল্ট আসবে না। পরীক্ষার কক্ষে প্রবেশের আগে জেনে নিন, কী কী ভুল করা যাবে না।
অনার্স ১ম বর্ষ পরীক্ষায় যে ভুল করা যাবে নাঃ
- ️১। মূল রেজিঃকার্ড ও এডমিড কার্ড নিবেন সাথে। এটা ছাড়া পরীক্ষা দিতে পারবেন না। সাথে মাস্ক ও সুরক্ষা সামগ্রী রাখবেন অবশ্যই।
- ২। বৃত্ত ভরাট করার, লিখার জন্য ৩ বা ৪ টা কলম রাখবেন। কলম দে কলম দে করাটা বিরক্তর। দেখা যাবে পিছনে কলম চাইতে ঘাড় ঘুরিয়েছি সামনে খাতা নেই।
হাজিরা খাতায় স্বাক্ষর করতে ভুলবেন না, সাথে খাতার সিরিয়ার নাম্বার লিখবেন হাজিরা খাতায়। বিষয় কোড, রোল এবং রেজিষ্ট্রেশন নাম্বর পূরণ করার সময় সতর্ক থাকবেন। তাড়াহুড়ো করবেন না একদমই। এরপরেও ভুল হলে দাড়িয়ে পরীক্ষককে জানাবেন।
- ৩। প্রশ্নে মধ্যে লিখবেন না বা দাগ দিবেন না। প্রয়োজনে পেন্সিল ব্যবহার করুন। লিখে আবার মুছে দিবেন।
- ৪। কেন্দ্রে ১ঘন্টা আগে প্রবেশ করবেন।
- ৫। শরীর ও মন দুটাই ফ্রেশ ও ঠান্ডা রাখবেন। দুশ্চিন্তা করা যাবে না।
আরও পড়ুনঃ অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
- ৬। স্নাতক (সম্মান )শ্রেণীর পরীক্ষার্থী আপনি। শার্ট ও প্যান্ট পড়ে যাবেন। টি শার্ট পরে গিয়ে নিজেকে জোকারের মত পরিবেশন করবেন না।
- ৭। মেয়েরা যথাযথ পোশাক পরিধান করবেন। শিক্ষকেরা উৎশৃঙ্খলতা পছন্দ করে না। ফলে অযথা আপনি তাদের রাগের অংশে পরে যাবেন এবং ছোট ছোট সুবিধা থেকে বঞ্চিত হবেন।
আরও পড়ুনঃ অনার্স ১ম বর্ষ পরীক্ষায় উত্তর লেখার কৌশল ও সময় নির্ধারণ
- ️৮। যাদের হাত ঘামে তারা রুমাল বা টিসু সাথে রাখবেন।
- ৯। পানির বোতল সাথে রাখবেন। অবশ্যই ঘড়ি সাথে রাখবেন।
- ১০। আজাইরা পেচাল করবেন না।
- ১১। বিকট ও পচা মার্কা পারফিউম কেউ ব্যবহার করে যাবেন না। এতে আপনার পাশে যে বসবে সে অজ্ঞান হয়ে যেতে পারে। তাই বিষয়টা মাথায় রাখবেন।
- ১২। যদি ক্রাশ খাওয়ার ইচ্ছে থাকে। তাহলে, বাঁশ কিন্তু রেডি থাকবে। কারন লোকাল বাসের সীট আর সুন্দরী মেয়ে….কখনো ফাঁকা থাকেনা।
- ১৩। নিজে যা পারবেন সেটা আগে লিখবেন। মায়া দেখাতে গিয়ে খাতা খুলে রাখলে রেজাল্ট অতটাই লুকিয়ে রাখতে হবে।
- ১৪। হাজিরা খাতাতে আপনার খাতার নাম্বার ও সিগনেচার তুলতে ও লিখতে ভুল করবেন না।
- ১৫। এক্সট্রা লুজ নিলে তার নাম্বার আপনার মূল খাতার পিছনে তুলবেন ও স্যারের নিকট সিগনেচার করে নিবেন।
- ১৬। সাথে ফোন রাখবেন না এবং না। শিক্ষকের নিকট বা কারো ব্যাগে রেখে দিবেন। মেয়েরা ভুল করে ভ্যানিটি ব্যাগ সাথে রাখবেন না। ব্যাগ শিক্ষকের সামনে বা বারান্দায় থাকবে।
- ১৭। সময় অপচয় করবেন না। জলযোগ বা বির্ষজন সেরে হলে প্রবেশ করবেন।
- ১৮। কালার পেন দিয়ে মার্কিং বা পয়েন্ট লিখার নিয়ম নেই। এতে আপনাকে মার্ক বেশিও দিবে না।হাতের লেখার যে মার্ক কাটার সেটা কাটা যাবেই ! আর কালার পেন দিয়ে মার্কিং করা মানে সময় নষ্ট করা। কারন একবার আপনি কালার পেন তুলবেন আবার টিপে টিপে লিখে পেন রেখে আবার কালো পেন তুলবেন। সময় নষ্ট! বরং কালো কলম দিয়ে পয়েন্টটা একটু বড় করে লিখে নিচে দুটা আন্ডার লাইন করে দিলে যথেষ্ট। বাকিটা আপনার অভিরুচি। যা ভালো লাগে করবেন।
- ১৯। শিক্ষকের সাথে বিনয়ের সাথে কথা বলবেন।আপনাকে যদি তাঁরা ওয়ার্ন করে তবে সেটা মেনে নিবেন। তর্কে জড়ালে দুঃখ হতে পারে।
- ২০। যদি খাতা কেড়ে নেয় তবে শান্ত থাকবেন। কৈফত দিবেন না বা বুঝ দিতে যাবেন না। একটু পর বিনয়ের সাথে চাইবেন।
আরও পড়ুনঃ অনার্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি ২০২১
- ️২১। বলে দিচ্ছি ভালো করে নোট করেন পারলে পাঁচবার পড়ুন এই পয়েন্ট। আপনাকে যে খাতা দেয়া হবে তার প্রথম পাতা বৃত্তভরাট করতে হবে।
- ১ম অংশের সবার প্রথমে একটা খালি ঘর থাকবে যেখান ইংরেজি বড় হাতের অক্ষরে আপনার রেজিষ্ট্রেশন কার্ডে আপনার যে নাম আছে আপনি অনুরূপ ঐ নাম লিখবেন।
- এরপর রোল ও রেজিঃনাম্বারের ঘর পূরণ করে বূত্ত ভরাট করবেন।
- আপনার হাতের বাম পাশে একটা ঘর আছে পরীক্ষা কোড নামের। উক্ত ঘরে আপনাকে পরীক্ষা কোড লিখতে হবে। পরীক্ষার কোড আপনার এডমিট কার্ডে Exam Code নামে মাঝামাঝি দেয়া আছে। বোকার মত উক্ত ঘরে বিষয়কোড বা পত্র কোড লিখবেন না।
- বিষয় কোড বা পত্র কোডের ঘর আপনার হাতের ডান পাশে আছে আবার বলছি হাতের ডান পাশে। বৃত্ত ভরাট হলে এরপরে,
- পাতা উল্টালে আবার একটা ঘর দেখতে পাবেন। যার প্রথম ঘরটাতে
- অনার্স ১ম বর্ষ বা স্নাতক(সম্মান) ১ম বর্ষ লিখতে হবে এবং পরীক্ষাঃ ২০২০ লিখবেন। (কারন আপনাদের পরিক্ষা ২০ সালের।)
এরপর , বিষয়…… এর ঘরে আপনার ডিপার্টমেন্টের নাম লিখবেন।
যেমনঃ বিষয়ঃ বাংলা।
তারপর, বিষয়ের শিরোনামঃ ঐ ঘরে আপনি যে সাবজক্টের পরীক্ষা দিবেন ঐটার নাম লিখবেন
যেমনঃ বিষয়ের শিরোনামঃ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।
তারপর, তারিখের ঘরে যেদিন পরীক্ষা দিবেন সেই তারিখ লিখবেন। তারপর, তারিখ দিয়ে মার্জিন দেয়া শুরু করবেন।
- ২২। আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করবেন।
- আপনার পরীক্ষা সুন্দর হোক। এডমিন প্যানেলের সকলের পক্ষ থেকে আপনার জন্য রইল শুভ কামনা।
লেখাঃ Shifat Abrar (সিফাত)