ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ইনকোর্স সম্পর্কিত কিছু তথ্য। ২০১৯-২০ শিক্ষাবর্ষ ডিগ্রি ১ম বর্ষের রেজিষ্ট্রেশন কার্ড ইস্যু এবং ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফর্মপূরন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে দেশের সকল কলেজসমূহ নোটিশ দিয়ে ইনকোর্স ও মূল্যায়ন/নির্বাচনী পরীক্ষা নেওয়া শুরু করেছে।
ডিগ্রি ১ম বর্ষের নিয়মিত ও প্রাইভেট কোর্সের সকল পরিক্ষার্থীর ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহন বাধ্যতামূলক! মনে রাখবেন, ইনকোর্স পরীক্ষা ফাইনাল পরীক্ষারই একটি অংশ।
আরও পড়ুনঃ ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের ফরম ফিলাপ চলছে।
প্রতিটি বিষয়ের উপর ইনকোর্স পরীক্ষা হবে। প্রতিটি বিষয়ের মোট নম্বরের ২০ মার্কে ইনকোর্স পরীক্ষা হবে,আর বাকি ৮০ মার্কের উপর ফাইনাল পরীক্ষা হবে। পূর্ণমান ১০০ নম্বরের পরীক্ষায় ৪০ নম্বর পেলে পাশ! (লিখিত ৩২+ ইনকোর্স ৮)= ৪০ নম্বর।
জেনে রাখুনঃ নিয়মিত ও প্রাইভেট কোর্সের শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। কারণ ইনকোর্স পরীক্ষায় ৮ মার্কে আলাদা পাশ। প্রাইভেট কোর্সের শিক্ষার্থীরা শুধু ইনকোর্স ও ফাইনাল পরীক্ষা দিবেন,নির্বাচনী বা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় নাহ।
আরও পড়ুনঃ ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের রেজিস্ট্রেশন কার্ড বিতরন।
যারা গ্রেড উন্নয়ন পরীক্ষা দিবেন এবং ফাইনাল পরীক্ষায় নট-প্রোমোটেট হয়েছেন তাদের ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে নাহ। ইনকোর্স নম্বর আগেরটাই রেখে দেয়া হয়, নতুন করে ইনকোর্স পরীক্ষা নেয়া হয় না।
ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত ও রুটিন জানতে স্ব স্ব কলেজ নোটিশ অনুসরণ করবেন।