জন্মনিবন্ধন সনদের মাধ্যমে যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন তাদের আপডেট। অফিসিয়াল আপডেট অনুযায়ী, ইউজিসি কর্তৃক ইতিমধ্যে অনেকের ডাটা সুরক্ষায় পাঠানো হয়েছে। খুব দ্রুতই সবার ডাটা পাঠানো হবে। সুরক্ষা ওয়েবসাইট কর্তৃপক্ষ ডাটা আপলোড করবে। শেষ করবে খুব দ্রুতই আশা করি। খুব শীঘ্রই জানতে পারবেন জন্ম নিবন্ধন দিয়ে সুরক্ষা ওয়েবসাইটে কখন নিবন্ধন করবেন।
আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ্যক্সিন রেজিষ্ট্রেশন
যাদের NID নাই জন্মসনদের মাধ্যমে ভ্যাক্সিন গ্রহণের নির্দেশ এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী NID নেই তারা জন্মনিবন্ধন সনদের মাধ্যমে উক্ত লিংকে(https://univac.pntdns.com/register) দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করুন।
অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় মনে রাখবেনঃ
১. ইমেইল অবশ্যই একটিভ এবং সঠিক ইমেইল দিতে হবে
২. যাদের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাই তারা আগে চেঞ্জ করে নিয়ে আসবেন।
৩. রেজিস্ট্রেশনের সময় তথ্য ভুল হলে Update Information এ গিয়ে ফিক্স করে নিন ( https://univac.pntdns.com/update-vaccine-information )
খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!