জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিবর্তন ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিসি (TC) – জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিবর্তন

 

আবেদন এপ্রুভ হলে দুটি লেটার সেন্ড করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

স্টুডেন্ট সার্ভিসে লগিন করে ডাউনলোড করে একটি বর্তমান কলেজে এবং অন্যটি যে কলেজে যাচ্ছেন সেখানে জমা দিবেন।

 

লিংক দেয়ার পরো অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেন।সব মিলে নিজের মত করে সহজ ভাবে লেখার চেষ্টা করলাম। ভালো করে পোষ্ট পড়ে কমেন্ট করিবেন।

How to create nu student service account: nu student service – services.nu.edu.bd

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ ট্রান্সফার পদ্ধতি – জাতীয় বিশ্ববিদ্যালয়ের  (TC) কলেজ পরিবর্তন পদ্ধতি

 

ছবি নংঃ ১ – আপনাকে প্রথমে উপরের লিংক থেকে স্টুডেন্ট সার্ভিসে একাউন্ট করে লগিন করতে হবে।

 

ছবি নংঃ ২ – Academic services এ ক্লিক করে এপ্লাইতে ক্লিক করতে হবে। [লাল মার্ক বক্স]

ছবি নংঃ ৩ – Transfer College (TC) ক্লিক করলে নতুন একটি পেজ অপেন হবে।

ছবি নংঃ ৪ – এখানে Add more ক্লিক করে প্রয়োজনীয় ফাইল আপলোড করে Proceed এ ক্লিক করতে হবে।

ছবি নংঃ ৫ – দেখুন কী কী ফাইল আপলোড করেছি তার নাম দেওয়া আছে।

 

ছবি নংঃ ৬ – proceed ক্লিক করার পরে, Downloading processing payment slip ডাউনলোড করতে হবে।

ছবি নংঃ ৭ – Payment slip সোনালী ব্যাংকে জমা দিবেন। মোট ২ পৃষ্ঠা পিডিএফ ডাউনলোড করে স্বাক্ষর এবং তারিখ দিয়ে জমা দিলে; একটি কপি আপনাকে ফেরত দিবে।

ছবি নংঃ ৮ – দেখুন এপ্রুভ হয়েছে এবং দুটো লেটার ডাউনলোড লিংক দিয়েছে। একটি নিজের কলেজে এবং আরেকটি যে কলেজে যাবেন সেখানে জমা দিবেন।

টিসির জন্য আবেদন ১ম বর্ষের ফাইনাল পরিক্ষার ফলাফল প্রকাশের পর থেকে ৪৫ দিন পর্যন্ত করা যায়। বিশেষ করনে ২য় বর্ষে ফাইনাল পরিক্ষার ফলাফল প্রকাশের ৪৫ দিন পর্যন্ত।

আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল পদ্ধতি।

 

আবেদন করতে পাবেন সরকারি থেকে সরকারি ও বেসরকারি কলেজে এবং বেসরকারি থেকে শুধু বেসরকারিতে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিবর্তনের নিয়মাবলী এবং কলেজ পরিবর্তনের নির্দেশিকা

 

টিসি নেয়ার জন্য শর্তসমূহ – কলেজ পরিবর্তনের শর্তসমূহ

১) চাকুরীরত অভিভাবক অন্য জেলাই বদলি হলে, চাকুরীরত অভিভাবকের বদলীর আদেশ, যোগদানপত্র, চাকুরীর আইডি কার্ড, অভিভাকের সম্মতিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হইবে।

বিঃদ্রঃ শুধুমাত্র “সরকারি-স্বায়ত্তশাসিত- আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অভিভাকের জন্য প্রযোজ্য এটা প্রযোজ্য

২) পিতা/মাতা জীবিত না থাকলে/ অসমর্থ হইলে আইনানুগ অভিভাকের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হইবে।

৩) অভিভাকের মৃত্যুজনিত কারনে স্থানীয় চেয়ারম্যানের প্রত্যায়ণ পত্র, ডেথ সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করিতে হইবে। অভিভাকের মৃত্যুজনিত কারনে অভিভাবকত্ব যার উপর অর্পিত হয়েছে তার সম্মতিপত্র, তার কর্মস্থল- বসবাসের প্রামান্য কাগজ ও জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।

৪ ) অনার্সে এ ভর্তি হওয়ার পর কোন মেয়ে শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে সে ক্ষেত্রে বিবাহের কাবিননামা ও স্বামীর কর্মস্থল / বসবাসের ঠিকানার প্রামান্য কাগজ ও স্বামীর জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।
তথা হিন্দু,বৌদ্ধ, খ্রীষ্টান ধর্মীয় অনুসারীদের ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা বা ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যায়ণপত্র, স্বামী – স্ত্রীর যৌথ ছবি ও বিয়ের দাওয়াতপত্র, স্বামী যে প্রতিষ্ঠানে কর্মরত তার প্রত্যায়ণ পত্র, বসবাসের প্রামান্য কাগজ ও স্বামীর জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।

৫) শিক্ষার্থী প্রতিবন্ধী হইলে সমাজকল্যাণ দপ্তরের সনদ জমা দিতে হইবে।

৬) সংশ্লিষ্ট কলেজের বা অধিভুক্ত বিষয়ের পাঠদান স্থগিত হইলে বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন বিভাগ কর্তৃক প্রদত্ত স্থগিতাদেশ পত্র সংযুক্ত করতে হইবে, এবং এ ক্ষেত্রে একই জিলার মধ্যে ট্রান্সফার নেয়া যাইবে।

৭) শিক্ষার্থী তার স্থায়ী ঠিকনার নিকটবর্তী কলেজে যৌক্তিক কারনে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। সে ক্ষেত্রে কলেজের প্রত্যায়নপত্র দেখানো যেতে পারে।

উপরে উল্লেখিত কারন ও তার প্রমাণ পত্রপ্রদান করলে আপনি টিসি পেয়ে যাবেন। অন্যথায় টিসি হবে না না এবং না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিবর্তনের সংযুক্তি ও প্রয়োজনীয় কাগজপত্র


আপনি যে কারন দিবেন তার ডকুমেন্টস অবশ্যই লাগবে । আপনি যদি বিয়ে কারনে কলেজ পরিবর্তনের আবেদন করেন ? তাহলে কাবিন স্ক্যান করে আপলোড করে দিবেন।

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন ২০২২

অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন ২০২৪ – NU Honours 1st Year Routine 2024 pdf Download

২০২৩ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে …