ভর্তি ফরম নিশ্চয়ন ২০২১ – অনার্স ভর্তি ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম নিশ্চয়ন ২০২১

 

ভর্তি ফরম নিশ্চয়ন ২০২১ - অনার্স ভর্তি ২০২১ জাতীয় বিশ্ববিদ্যালয়

 

 

অনার্স ভর্তি সম্পর্কিত বিজ্ঞপ্তি পড়ুন এখানেঃ admission.nu.edu.bd

 

আবেদন করার পর আপনি মোট ২ টি মেসেজ পাবেন।

(১) আবেদন করার সাথে সাথে। (সার্ভারে সমস্যা থাকলে নাও আসতে পারে এটা মেজর কোনো বিষয় না )

 

ভর্তি ফরম নিশ্চয়ন ২০২১

(২) আবেদন ফরম কলেজে জমা দেওয়ার পর কলেজ আপনার ফরমটি অনলাইনে সাবমিট করলে আরেকটি মেসেজ পাবেন।

ভর্তি ফরম নিশ্চয়ন ২০২১

 

 

  • টাকা অনলাইনে জমা দেওয়ার পরে কলেজ আবেদন রিসিভ করলে মেসেজ আসবে।
  • এমনকি মেসেজ নাও আসতে পারে যদি সার্ভারে সমস্যা থাকে।
  • এক্ষেত্রে আপনাকে রোল এবং পিন দিয়ে লগইন করে স্ট্যাটাস চেক করে নিতে হবে।
  • যদি রিসিভ লেখা সবুজ হয়ে থাকে তাহলে আপনার আবেদনটি গ্রহণ করেছে কলেজ। সুতরাং মেসেজ না এলে চিন্তার কোন কারণ নেই।
  • আর যদি লাল বাটনে সাবমিটেড লেখা থাকে কলেজ আপনার আবেদন গ্রহন করেনি।

 

ভর্তি ফরম নিশ্চয়ন ২০২১ – অনার্স ভর্তি ২০২১ জাতীয় বিশ্ববিদ্যালয়

Honours Applicant's Login Click Here

ভর্তি ফরম নিশ্চয়ন ২০২১ – অনার্স ভর্তি ২০২১ জাতীয় বিশ্ববিদ্যালয়

Honours Applicant's Login Click Here

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন নিশ্চয়নের পদ্ধতি।

 

Honours Applicant's Login Click Here

অনলাইনে লগিন করে যাচাই করার  লিংকঃ Honours Applicant’s Login Click Here

 

আবেগে পড়ে – অযাচিত কোন ব্যক্তি, যাকে আপনি চিনেন না। এমন কারও কাছে আপনার এডমিশন পিন শেয়ার করবেন না। 

 

  • আপনার মনে যদি কোন কনফিউশান থাকে;  তাহলে আপনার  এডমিশন রোল এবং পিন দিয়ে; লগইন করে নিশ্চিত হতে পারেন।

 

  • উপরের ফরমে যেখানে Received লেখা আছে, আগামী ১৮ তারিখের ভেতর সেটা যদি রিসিভ না হয়ে শুধু Submitted দেখায়।
  • তাহলে ২১ আগস্ট তারিখের ভেতর আবেদন ফরম সাথে নিয়ে অবশ্যই কলেজে এসে যোগাযোগ করতে হবে।

 

২১ আগস্টের পরে  আর কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

আপনার মোবাইল বা কম্পিউটারে লগইন করে আগামী ২১ আগস্ট  তারিখের ভেতর ফর্মটা রিসিভ হয়েছে কিনা দেখে নিতে পারেন।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

error: Content is protected !! Admin