২০১৯ সালের অর্নাস ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অর্নাস ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৯/০৭/২০২১ তারিখ সকাল ১০:০০টা হতে ২১/০৮/২০২১ রাত ১২:০০টা পর্যন্ত online এ আবেদন করা যাবে।
এবং ২২/০৮/২০২১ তারিখ বিকাল ০৪:০০টা পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেয়া যাবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং কোন টাকা জমা দেয়া যাবে না।
শর্ট আবেদন লিংকঃ http://202.51.179.36/PMS/Default. aspx
উল্লেখ্য, ফলাফল পুনঃনিরীক্ষণ ফি প্রতি পত্র ৮০০/- (আটশত টাকা)।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে Services এ গিয়ে সোনালী সেবা। Pay Slip ক্লিক করুন। তারপর এনইউ Student fee থেকে Rescrutiny সিলেক্ট করুন।
পরীক্ষার্থী নিজেই www.nu.ac.bd ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে Pay slip ডাউনলোড করতে পারবে। Pay slip এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে এবং প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। পত্র কোড যথাযথভাবে পূরণ করতে হবে।
নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
বিঃ দ্রঃ আবেদন করার জন্য নিম্নের লিংকটি ব্যবহার করুনঃ www.nu.ac.bd Services Sonali Seba Student Fee Re-scrutiny Fee সিলেক্ট করুন।
বি দ্রঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ফি অবশ্যই সোনালী সেবার মাধ্যমেই জমা দিতে হবে। ব্যাংক ফি জমা দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে আবেদনটি বিশ্ববিদ্যালয়ে জমা হবে। ব্যাংকে টাকা জমার স্লিপ ও কোনো কাগজপত্র কলেজে জমা বা প্রেরনের প্রয়োজন নেই।
বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলঃ
https://www.nu.ac.bd/uploads/2018/notice_2893_pub_date_26072021.pdf